নরিচকে ৫ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরলো ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ এএম, ২৩ আগস্ট ২০২১
নরিচকে ৫ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারের স্বাদ নিতে হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ালো তারা। প্রতিপক্ষ হিসেবে লিগে ফেরা নরিচ সিটিকে পেয়ে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ম্যানসিটি। এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে তারা।

শনিবার (২১ আগস্ট) নিজেদের মাঠ ইতিহাদে প্রতিপক্ষ গোলরক্ষক টিম ক্রুলের আত্মঘাতী গোলে প্রথম গোলের দেখা পায় ম্যানসিটি। এরপর বাকি চারটি গোল করেন জ্যাক গ্রিলিশ, রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও এমেরিক লাপোর্ত।

ম্যাচে ম্যানসিটি এগিয়ে যায় সপ্তম মিনিটে। গোলরক্ষক টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিট পর ৯ম মিনিট আবারও গোল পায় সিটি। তবে ফেররান তরেসের সেই গোলটি ভিএআর দেখে বাতিল করেন রেফারি। কারণ, আক্রমণের শুরুতে ফাউল করেছিল ম্যানসিটির খেলোয়াড়।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে সিটি। ২২তম মিনিটে সিটির হয়ে নিজের প্রথম গোল করেন চলতি দলবদলে রেকর্ড ১০ কোটি পাউন্ডে সিটিতে যোগ দেওয়া গ্রিলিশ।

পিছিয়ে থাকা নরিচ দ্বিতীয়ার্ধে আরও কোণঠাসা হয়ে পড়ে। ৬৪তম মিনিটে কর্নার থেকে ডি বক্সে জটলার মধ্যে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন ফরাসি ডিফেন্ডার লাপোর্ত। ৭১তম মিনিটে ব্যবধান ৪-০ করেন বদলি নামা স্টার্লিং। আর ৮৪তম মিনিটে ব্যবধান বাড়িয়ে ৫-০ করেন আরেক বদলি খেলোয়াড় মাহরেজ।

ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখে ১৬টি শট নিয়েছিল ম্যানসিটি। যার মধ্যে চার টার্গেট শটে সবগুলোতেই গোল পেয়েছে। অন্যদিকে, ৩৩ শতাংশ বল দখলে রাখা নরিচ সিটি কেবল মাত্র একটি শট নিতে পারলেও ছিল না কোন টার্গেট।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফার্নান্দেসের হ্যাটট্রিক, ইউনাইটেডের উড়ন্ত সূচনা

ফার্নান্দেসের হ্যাটট্রিক, ইউনাইটেডের উড়ন্ত সূচনা

৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড

৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড

রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সানচো

রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সানচো

মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো বার্সেলোনা

মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো বার্সেলোনা