বদলে গেছে সাফের সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২২ আগস্ট ২০২১
বদলে গেছে সাফের সূচি

দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক সূচি প্রকাশের তিন দিনের মাথায় আবারও সূচিতে বদল এনেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

পূর্বসূচি অনুযায়ী চলতি বছরের ১-১৩ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টের সময় বাড়িয়েছে সাফ। পূর্ব সূচি অনুযায়ী ১ অক্টোবর শুরু হবে। তবে ফাইনাল তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ১৬ অক্টোবর হবে সাফের ফাইনাল।

সাফের সূচিতে প্রত্যেক ম্যাচের আগে তিনদিনের বিরতি ছিল না। ফিফার নিয়মানুযায়ী তিন দিনের বিরতি থাকা বাধ্যতামূলক। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফার নিয়মানুযায়ী টায়ার-১ স্বীকৃতি ও র‍্যাঙ্কিংয়ে বেশি পয়েন্টের জন্য প্রতিটি ম্যাচের আগে তিন দিন বিরতি দিতে হয়। যেটা আগে কিছু ম্যাচের আগে ২ দিন করে ছিল।’

টুর্নামেন্টের সময় বাড়ায় বাড়বে টুর্নামেন্ট আয়োজনের খরচ। সাফের অর্থনৈতিক সংকট থাকায় সব খরচ বহন করবে মালদ্বীপ।

এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক জানান, ‘সাফের সভাপতি চেয়েছেন দলগুলো প্রতি ম্যাচের আগে তিন দিন বিরতি পাক। সভাপতির এমন ইচ্ছে প্রকাশের পর স্বাগতিক মালদ্বীপের সঙ্গে যোগাযোগ করি। এতে তারা সম্মতি দিয়েছে। এরপরই অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। সবাই এতে সম্মতি প্রকাশ করে।’

করোনাভাইরাস মহামারির কারণে এক বছর পিছিয়ে চলতি বছর সাফ অনুষ্ঠিত হচ্ছে। আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে আয়োজন করার কথা থাকলেও মালদ্বীপে আয়োজিত হচ্ছে এবারের আসর।

এবারের সাফে পাঁচ দল অংশ নেওয়ায় রবিন রাউন্ড পদ্ধতিতে খেলা হবে। গ্রুপ ম্যাচ শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।

নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচ-

১ অক্টোবর শ্রীলঙ্কা- রাত ১০ টা
৪ অক্টোবর ভারত- বিকাল ৫ টা
৭ অক্টোবর মালদ্বীপ- রাত ১০ টা
১৩ অক্টোবর নেপাল- বিকাল ৫ টা

* বাংলাদেশ সময় অনুযায়ী। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক

প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক