আগে থেকেই সবকিছু ঠিক ছিলো, শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি ছিলো। রিয়াল মাদ্রিদে আরও দুই বছর থাকবেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি।
পুরাতন চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বেনজেমার সান্তিয়াগো ব্যার্নাব্যুতে থাকার কথা ছিল। তবে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালে থাকছেন তিনি।
শুক্রবার (২০ আগস্ট) করিম বেনজেমার সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
২০০৯ সালে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিও থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৫৬০ ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে রিয়ালের জার্সি গায়ে প্রতিপক্ষে জালে ২৮১ বার বল জড়িয়েছেন। গ্যালাক্টিকোদের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা বেনজেমা।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে রিয়াল হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা শিরোপা জিতেছেন। এছাড়াও ক্লাব বিশ্বকাপ, কোপা দেল রে শিরোপা জেতারও কারিগর ছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদ থেকে সার্জিও রামোসের বিদায়ের পর অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। চলতি ২০২১-২২ মৌসুমে দ্বিতীয় অধিনায়ক হিসেবে কাজ করছেন করিম বেনজেমা।
দ্বিতীয় অধিনায়কের দায়িত্ব পাওয়ার পাশাপাশি মৌসুমেও দুর্দান্ত শুরু করেছেন বেনজেমা। মৌসুমের প্রথম ম্যাচে বেনজেমার জোড়া গোলে আলভেসের বিপক্ষে ৪-১ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]