সর্বশেষ ২০২০-২১ মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে এসেছিলেন মার্টিন ওডেগার। আস্থার প্রতিদান দেওয়ায় মার্টিন ওডেগারকে স্থায়ীভাবে দলে রেখে দিলো ইংলিশ ক্লাব আর্সেনাল।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল নরওয়ের এ মিডফিল্ডারকে স্থায়ীভাবে দলে ভেড়াবে আর্সেনাল। সে গুঞ্জনকে সত্যি করে ওডেগারকে দলে রেখে দিলো গানাররা।
শুক্রবার (২০ আগস্ট) প্রিমিয়ার লিগের দল আর্সেনাল এক বিবৃতিতে ওডেগার্ডের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে। তবে চুক্তির মেয়াদ বা ট্রান্সফার বিষয়ে কিছু জানানো হয়নি। বৃটিশ গণমাধ্যম জানাচ্ছে চুক্তির অঙ্কটা প্রায় ৩০ মিলিয়ন ইউরো। শর্তসাপেক্ষে এ পরিমাণ ৪১ মিলিয়ন ইউরো ছাড়াতে পারে।
২০২০-২১ মৌসুমের শীতকালীন দলবদলে আর্সেনালে যোগ দিয়ে ২০ ম্যাচে মাঠে নেমেছিলেন ওডেগার্ড। এ সময়ে ২ গোল করেছিলেন তিনি।
২০১৫ সালের শীতকালীন দলবদলে ১৬ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্টিন ওডেগার্ড। সে বছরের মে মাসে রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মূলদলের হয়ে মাঠে নামেন তিনি। তবে গ্যালাক্টিকোদের হয়ে কখনও নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি।
প্রায় পাঁচ বছরের রিয়াল ক্যারিয়ারে মাত্র ১১ ম্যাচে মাঠে নেমেছিলেন ওডেগার্ড। শুরুর একাদশে মাত্র ৬ ম্যাচে মাঠে নেমেছিলেন।
নরওয়ের সর্বকনিষ্ঠ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওডেগার্ডের আন্তর্জাতিক ফুটবলে অভিষেকে হয়। ২০১৪ সালে মাত্র ১৫ বছর ২৫৩ দিন বয়সে নরওয়ের জার্সিতে মাঠে নামেন। দেশের হয়ে ৩০ টি ম্যাচ খেলেছেন।
আর্সেনালের সাথে চুক্তি হলেও পরবর্তী ম্যাচ থেকেই ওডেগার্ডকে পাচ্ছে না গানাররা। ভিসাজনিত সমস্যায় চেলসির বিপক্ষে ম্যাচে থাকবেন না ওডেগার্ড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ থেকে গানারদের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]