চেলসি থেকে রোমায় এসে এক মৌসুম কাটিয়ে দল পরিবর্তন করলেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো। একই শহরের ক্লাব লাৎজিওতে যোগ দিয়েছেন তিনি। ইতালির রাজধানীর দুই ক্লাব লাৎজিও এবং রোমার মধ্যে দল বদলের ঘটনা ঘটেনি সর্বশেষ তিন দশকে। এবার পেদ্রোর কল্যাণে তা দেখা গেলো।
রোমার নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব লাৎজিও দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো। দলটিতে ২০২৩ সাল পর্যন্ত খেলবেন তিনি।
সর্বশেষ ১৯৮৫ সালে ইতালিয়ান গোলরক্ষক আস্তুতিল্লো মালজিওইয়ো রোমা থেকে লাৎজিওতে যোগ দিয়েছিলেন। এরপর ৩৬ বছরের একই ঘটনার পুনরাবৃত্তি করলেন পেদ্রো।
রোমার সাথে সমঝোতার মাধ্যমে চুক্তি শেষ করেন পেদ্রো। এরপর থেকেই ফ্রি এজেন্ট ছিলেন পেদ্রো। দলে পেদ্রোকে দলে ভেড়াতে লাৎজিওকে কোনো অর্থই খরচ করতে হয়নি
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে রোমায় যোগ দিয়েছিলেন পেদ্রো। এক মৌসুমে সবধরনের প্রতিযোগীতা মিলে ৪০ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এ সময়ে ৬ গোল এবং ৭ অ্যাসিস্ট করেন ৩৪ বছর বয়সী এ স্প্যানিয়ার্ড।
কোচ হোসে মরিনহো রোমার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবে তার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার তৈরি হয়। এ কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পেদ্রো।
চেলসিতে কোচ মারিসিও সারির অধীনে খেলেছিলেন পেদ্রো। লাৎজিওতেও কোচ হিসেবে তাকেই পাচ্ছেন। এছাড়াও লাৎজিওতে ৯ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]