এএফসি কাপে বসুন্ধরা কিংসে দুর্দান্ত শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ১৯ আগস্ট ২০২১
এএফসি কাপে বসুন্ধরা কিংসে দুর্দান্ত শুরু

দেশের ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য দল বসুন্ধরা কিংস আন্তর্জাতিক অঙ্গনে দুর্দান্ত একটি জয় উপহার দিল। এএফসি কাপে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ের মাধ্যমে এএফসি কাপে শুভসূচনা করলো দেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

বুধবার (১৮ আগস্ট) দিনগত রাত ১০টায় (বাংলাদেশ সময়) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। দলের এ জয়ে গোল দিয়ে অবদান রেখেছন দলের দুই বিদেশি ফুটবলার। আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা এবং ব্রাজিলের রবসন রবিনহো।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলার ২৫তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। নিজেদের ভুলে গোল খেয়ে বসে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। বিপদমুক্ত করতে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন স্বাগতিকদের মোহামেদ ইরুফান।

আত্মঘাতি গোল এগিয়ে যাওয়ার পর ম্যাচের চালকের আসনে বসে বসুন্ধরা কিংস। ফলে প্রথমার্ধের গোলের ব্যবধার দ্বিগুণ করে তারা। ৪০তম মিনিটে মাজিয়ার ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনহো।
sportsmail24
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বসুন্ধরা কিংস গোল ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধের খেলা শেষ করে। মাজিয়া স্পোর্টসও আর কোন গোল করতে না পারায় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।

পুরো ম্যাচে বসুন্ধরা কিংস ১৫টি শট নিয়েছিল, যার মধ্যে টার্গেট শট ছিল ৪টি। অন্যদিকে, মাজিয়া স্পোর্টসের ১৬টি শটের মাঝে ৩টি টার্গেট শট থাকলেও কোন লক্ষ্যভেদ করতে পারেনি।

এছাড়া ২-০ গোলে জয় পেলেও ম্যাচে বল দখলে পিছিয়ে ছিল বসুন্ধরা কিংস। নিজেদের ৪৩ শতাংশ সময় বল দখলে রাখার বিপরীতে মাজিয়া স্পোর্টস ৫৭ শতাংশ সময় দখলে রেখেছিল।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের এটাই প্রথম জয় তা নয়। এর আগে বাতিল হওয়া এএফসি কাপের অভিষেক ম্যাচেই মালদ্বীপরে ক্লাব টিসি স্পোর্টকে ৫-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। সেই মালদ্বীপের আরেক দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে নিজেদের জানান দিল তারা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

সাফের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

সাফের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ