মেসির পিএসজি অভিষেকের সম্ভাব্য তারিখ ২৯ আগস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ এএম, ১৯ আগস্ট ২০২১
মেসির পিএসজি অভিষেকের সম্ভাব্য তারিখ ২৯ আগস্ট

বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে পিএসজির জার্সিতে কবে মাঠে নামবেন মেসি। কবে থেকে একসাথে মেসি-নেইমার-এমাবাপে মাঠ কাঁপাবেন। অপেক্ষাটা সম্ভবত কমে এসেছে, ২৯ আগস্ট মাঠে নামতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার।

চলতি ২০২১-২২ মৌসুমে পিএসজি ইতিমধ্যে দুইটি ম্যাচে মাঠে নেমেছে। মেসির চুক্তির পর পিএসজি স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল। তবে কোনো ম্যাচেই মাঠে নামেননি মেসি।

কোপা আমেরিকা শেষ করে বার্সেলোনা সাথে চুক্তির ঝামেলার কারণে প্রাক মৌসুম প্রস্তুতিও করতে পারেননি লিওনেল মেসি। তাই তো পুরোপুরি ফিট অবস্থায় লিওকে মাঠে চান পিএসজি বস মারিসিও পচেত্তিনো।

বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে ২৯ আগস্ট লিগের চতুর্থ ম্যাচে মেসিকে মাঠে দেখা যাবে। না খেললেও লিগের দ্বিতীয় ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মেসি। সে ম্যাচে স্ট্রাসবুর্গকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল পিএসজি।

স্ট্রাসবুর্গের ম্যাচের পর পচেত্তিনো জানিয়েছিলেন, ‘কোপা আমেরিকা ফাইনালের পর মাত্র দুইদিন অনুশীলনে নামতে পেরেছিলেন মেসি। তাকে নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। মেসি পুরোপুরি ফিট হলেই মাঠে নামবে।’

প্রাক মৌসুমের অনুশীলনের ঘাটতি থাকায় দ্রুত মাঠে ফেরার চেষ্টা করে যাচ্ছেন মেসি। অন্য ফুটবলারদের থেকে মাঠে বেশি সময় দিচ্ছেন মেসি।

বার্সেলোন থেকে প্যারিসে পাড়ি জমানোর পর থেকেই সেখানে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন আর্জেন্টাইন সুপার স্টার। যদিও প্যারিসে এখনও আবাস খুঁজে পাননি তিনি। এখনও হোটেলেই থাকছেন তিনি।

২৯ আগস্ট রেইমসের বিপক্ষে ম্যাচের আগে ব্রেস্টের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সে ম্যাচে নেইমার-এমবাপেকে একসাথে মাঠে দেখা যাবে।

রেইমসের বিপক্ষে ম্যাচে সেরা একাদশে নাও থাকতে পারেন বলে জানাচ্ছে গণমাধ্যম। তারা জানাচ্ছে, মরিসিও পচেত্তিনো মেসিকে রেইমসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন লিওনেল মেসি।

রেইমসের বিপক্ষে ম্যাচটি খেলেই আন্তর্জাতিক ম্যাচ খেলার ছুটিতে যাবেন মেসি। এ সময় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবেন। ব্রাজিল, ভেনিজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

মাত্র ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানসিটিতে যেতে চান রোনালদো!

মাত্র ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানসিটিতে যেতে চান রোনালদো!

আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার

আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার