এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৯ আগস্ট ২০২১
এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

মাঠের সফলতার পাশাপাশি মাঠের বাইরেও সাফল্য দেখাচ্ছে বসুন্ধরা কিংস। চলতি বছরের মে মাসে মালদ্বীপ যাওয়ার দিনই স্থগিত করা হয় এএফসি কাপ। এ কারণে ফ্লাইট এবং হোটেল বুকিংয়ের ক্ষতিপূরণ চেয়েছিল বসুন্ধরা কিংস। সবশেষে বড় অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছে তারা।

সোমবার (১৬ আগস্ট) এএফসি থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে। সেখানেই বসুন্ধরা কিংসকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বসুন্ধরা কিংসকে ৫৭ হাজার ১৫৭ ডলার ৫০ সেন্ট ক্ষতিপূরণ পাঠানো হবে। কবে টাকা পাঠানো হবে তা এখনও নিশ্চিত করেনি এএফসি। অতি শীঘ্রই কিভাবে অর্থ পাঠানো হবে তা নিশ্চিত করা হবে।

মাঠের বাইরে নিজেদের দাবি দাওয়া আদায়ে বেশ শক্ত অবস্থানে আছে বসুন্ধরা কিংস। তাদের চিঠির পরিপ্রেক্ষিতেই এবার এএফসি কাপের সূচি পিছানো হয়েছিল। এবার ক্ষতিপূরণ চেয়ে পাঠানো চিঠিও আমলে নিয়েছ তারা।

এএফসি কাছ থেকে বেশ ভালোভাবেই সাড়া পাচ্ছে বসুন্ধরা কিংস। কয়েকবার এএফসি কাপ খেলা ঢাকা আবাহনীকে এবার প্লে অফ খেলতে দেয় এএফসি। আবাহনী বিষয়ে চিঠি দিলেও তার কোনো উত্তর পায়নি। এমনকি বাফুফেও এএফসির কাছ থেকে সাম্প্রতিক সময়ে কোনো দাবি দাওয়া নিয়ে সফল হতে পারেনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক

প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন