আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৭ এএম, ১৭ আগস্ট ২০২১
আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার

লা লিগার ফেয়ার প্লে নিয়মে কাটা পড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। চলতি মৌসুমে দলে ভেড়ানো মেম্ফিস ডিপাই, সার্জিও আগুয়েরো, এরিক গার্সিয়াদের নিবন্ধন করাতে তাই চার সিনিয়র ফুটবলারের বেতন কমানোর অনুরোধ করেছে বার্সেলোনা। সে অনুরোধ রেখেছেন তারা।

বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে ইতিমধ্যে নিজের বেতনের অর্ধেক কমাতে রাজি হয়েছে। এরপরেও বাড়তি বেতনের বিল বহন করতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। জেরার্ড পিকের বেতন কমানোর সিদ্ধান্তে বার্সেলোনা নিবন্ধন করেছে চলতি মৌসুমে দলে যোগ দেওয়া তিন ফুটবলারকে।

রোববার (১৫ আগস্ট) রিয়াল সোসিয়াদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসি পরবর্তী যুগের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। শুধু পিকে নয়, বেতন কমাতে রাজি হয়েছে সার্জিও বুসকেটস, সার্জিও রবার্তো এবং জর্দি আলবা।

পিকে জানিয়েছেন, ‘ক্লাবের আর্থিক অবস্থা উন্নয়নে আমাকে বেতন কমাতে হতো, তাই কমিয়েছি। শুধু আমি না, ক্লাবের অন্যান্য অধিনায়কদেরও বেতন কমানোর অনুরোধ করা হয়েছে। আমি জানি তাঁরাও বেতন কমাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।’

প্রতি মৌসুমের শুরুতেই বার্সা চার অধিনায়কের নাম ঘোষণা করে। মূল অধিনায়কের বাইরে আরও তিনজন অধিনায়ক থাকেন। যারা নিয়মিত অধিনায়কের বদলি হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্লাবের বিপদের সময় এগিয়ে আসতে পেরে গর্বিত বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘আমি এ পদক্ষেপ শুরুতেই নিতে হয়েছে কারণ বেতন না কমালেও নতুন কাউকে নিবন্ধন করানো যেত না। আমরা সবাই একসাথে আছি। যেকোনো পরিস্থিতিতে ক্লাবের পাশে দাঁড়াবো।’

বেশ কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল জর্ডি আলবা বেতন কমাবেন। এ কারণে প্রথম ম্যাচ চলাকালীন দর্শকদের কাছ থেক বু পেয়েছেন। তবে পিকে জানিয়েছেন তিনি এ সিদ্ধান্ত মেনে নিবেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সোসিয়েদাদের জালে মেসিবিহীন বার্সার চার গোল

সোসিয়েদাদের জালে মেসিবিহীন বার্সার চার গোল

বেনজেমার জোড়া গোলে রিয়ালের শুভ সূচনা

বেনজেমার জোড়া গোলে রিয়ালের শুভ সূচনা

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড

৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড