দীর্ঘ আড়াই দশক পর ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলবে না আর্সেনাল।নতুন মৌসুমের শুরুতেই ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। নজরকাড়া পারফর্মেন্সে নিজেদের ফিরে আসা রাঙিয়েছে ব্রেন্টফোর্ড।
শুক্রবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে নামে আর্সেনাল। প্রথমার্ধে সার্জিও কানোসের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান নোয়াকো। এ জয়ে রুপকথার মতো প্রিমিয়ার লিগ শুরু করলো ব্রেন্টফোর্ড। আর সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ৮ম হওয়া আর্সেনালের বাজে শুরু।
ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল সেই ১৯৪৭ সালে। এরপর দীর্ঘ ৭৪ বছর পর আবারও শীর্ষ লিগে মুখোমুখি হলো দুই দল। আর সবধরনের টুর্নামেন্ট মিলিয়ে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে, সেবার দুই ম্যাচেই জিতেছিল আর্সেনাল।
ইংল্যান্ডের শীর্ষ লিগের নামকরণ প্রিমিয়ার লিগ করার পর ৫০তম দল হিসেবে শীর্ষ লিগে খেলল ব্রেন্টফোর্ড। ৬০তম মাঠে হিসেবে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামের অভিষেক ঘটে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের উদ্বোধনী ম্যাচ দিয়েই মাঠে ফিরেছে ধারণ ক্ষমতার সমান দর্শক। দীর্ঘদিন পর মাঠে ফেরার সুযোগ পেয়ে দলকে সমর্থন দিয়ে গেছেন ব্রেন্টফোর্ডের সমর্থকরা। শেষ পর্যন্ত দলের জয় দেখেই মাঠে ছেড়েছেন তারা।
ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্নার বাঁচানোর চেষ্টায় বল ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল। সেখান থেকেই বল পেয়ে তিনজনকে কাটিয়ে গোল করতে ভুল করেননি সার্জিও কানোস।
এরপর প্রথমার্ধে আরও দুইটি সুযোগ পেয়েছিল ব্রেন্টফোর্ড। তবে ভাগ্য সহায় না হওয়ায় দুইটি গোল থেকে বঞ্চিত হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রেন্টফোর্ড।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে কয়েকটি দারুণ সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি গানাররা। ৬৫তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোল এগিয়ে যেতে পারতো আর্সেনাল। তবে সে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ৮৮তম মিনিটে নিকোলাসের পেপের দুর্দান্ত শট আটকিয়ে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক। এরপর আর এগিয়ে যাওয়া হয়নি গানারদের।
ম্যাচের ৭৩তম মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান নোয়াকো। লম্বা থ্রো ইন থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিংশ করেন নোয়াকো। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড।
এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই ২-০ গোলে জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে জয় পেয়েছিল হাল সিটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]