কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আবারও মুখোমুুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই দল। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে সেপ্টেম্বরে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। বাছাইপর্বের সেই ম্যাচ উপলক্ষে দল ঘোষণা করেছে ব্রাজিল।
শুক্রবার (১৩ আগস্ট) সিবিএফ’র সদর দফতরে নেইমারদের কোচ তিতে ২৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করেন। আর্জেন্টিনা-সহ ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচের জন্য এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নেইমারদের প্রতিপক্ষ বাকি দুই দেশ হলো- চিলি এবং পেরু।
ব্রাজিলের ২৫ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন দানি আলভেস। দুই বছল আগে কোপা আমেরিকার সেরা খেলোয়াড় বনে যাওয়া আলভেস চোটের কারণে এবার কোপা আমেরিকায় খেলতে পারেননি। তবে চোট থেকে ফিরে অলিম্পিকে সোনা জয়ের দলে ছিলেন তিনি। এবার ডাক পেলেন জাতীয় দলে।
ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনজন। তারা হলেন- বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমো, জেনিট সেইন্ট পিটার্সবার্গের মিডফিল্ডার ক্লদিনহো এবং লিডস ইউনাইটেডের ফরোয়ার্ড রাফিনহা।
ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। জুলাইয়ে কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হওয়ার পর প্রথমবারের আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামবে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে প্রথমে মুখোমুখি হতে চিলি, ৩ সেপ্টেম্বর। দুইদিন পর ৬ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে নেইমাররা। সবগুলো ম্যাচেই স্বাগতিক হিসেবে থাকছে ব্রাজিল।
এদিকে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় লিওনেল মেসি এবং নেইমার একই ক্লাবের খেলোয়াড়। তবে কোপা আমেরিকার পর সেপ্টেম্বরে আবারও তাদের দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে। যেখানে বিশ্বকাপ বাছাইপর্বে তারা মাঠে নামবে নিজ নিজ দেশের জয় পাওয়ার লড়াইয়ে।
ব্রাজিল দল
গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), এদারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারতন (পালমেইরাস)।
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), গিলের্মে আরানা (অ্যাতলেতিকো মিনেইরো), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কুইনোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।
মিডফিল্ডার : ব্রুনো গিমারেস (অলিম্পিক লিওঁ), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ক্লদিনহো (জেনিট সেইন্ট পিটার্সবার্গ), এভারতন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ)।
ফরোয়ার্ড : গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রাফিনহা (লিডস ইউনাইটেড), নেইমার (পিএসজি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), মাথেয়াস কুনহা (হার্থা বার্লিন)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]