দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছেদ করে বার্সেলোনা ছেড়ে পাড়ি ফরাসি ক্লাবে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। অনুশীলনও শুরু করেছেন তিনি। ফ্রান্সে মানিয়ে নেওয়ার কাজটা ভালোভাবেই শুরু করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ফ্রান্সে মেসির খেলাটা কঠিন হবে তা মনে করিয়ে দিয়েছেন বার্সায় তার সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাস।
বর্তমানে ফরাসি ক্লাব মোনাকোতে খেলেন স্প্যানিশ মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাস। একসময় মেসির সাথে একই দলের মাঠ কাপানো ফ্যাব্রিগাস বেশ কিছুদিন ধরেই মোনাকোতে খেলছেন। প্রতি মৌসুমেই পিএসজির সাথে শিরোপার দৌড়ে থাকে মোনাকো। তাই তো মেসিকে আগে ভাগেই সতর্ক বার্তা দিয়ে রাখলেন তিনি।
বার্সেলোনার ফুটবল একাডেমি লা মাসিয়ায় এক সাথে খেলেছেন ফ্যাব্রিগাস এবং মেসি। এছাড়াও পেশাদার ক্যারিয়ারে ২০১১-২০১৪ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন দুইজন। এ কারণেই দুইজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে।
দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে সতর্ক করেছেন ডেইলি মেইল কে দেওয়া এক সাক্ষাৎকারে। ফ্যাব্রিগাস বলেন, ‘পিএসজি লিগ জিততে ব্যর্থ হয়, সেটাকে ভয়াবহ ব্যর্থতা হিসেবেই ধরে নেওয়া হয়। কারণ পিএসজি অনেক অর্থ খরচ করেছে।’
ফুটবল সমর্থকরা লিগ ওয়ানকে এক দলের লিগ বলে মনে করে। তবে এ ধারণা ভূল বলে মনে করেন ফ্যাব্রিগাস। বলেন, ‘সবাই লিগ ওয়ানকে এক দলের লিগ বলে মনে করে। গত পাঁচ বছরে মোনাকো এবং লিলে এ ধারা ভেঙেছে। এখানে প্রতিদ্বন্দ্বীতা করার মতো অনেক দল আছে।’
লিওনেল মেসি পিএসজিতে আসায় ফ্রান্স নতুন একটি ফুটবল বিপ্লব হবে বলে মনে করেন ফ্যাব্রিগাস। তার মতে সব দলের ফুটবলাররা তার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকবে।
নিজ দল মোনাকোর সাথে পিএসজির লড়াই নিয়ে ফ্যাব্রিগাস বলেন, ‘মোনাকোতে অনেক তরুণ প্রতিভা আছে। এটা (পিএসজি) তাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে। যখন সেরা ফুটবলারের মুখোমুখি হবে, তখন সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমাদের শুধু মেসিকে নিয়ে ভাবলে চলবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদে ছেলেরা সবাই মেসির সাথে খেলতে বেশ উত্তেজিত হয়ে আছে। সবাই তার জার্সি চায়। আমি তাদের বলেছি, আমরা এখানে ২৫ জন এবং তার কাছে হয়তো সর্বোচ্চ দুইটা জার্সি থাকবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]