শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন বসুন্ধরার হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৩ আগস্ট ২০২১
শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন বসুন্ধরার হাসি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজের চার ম্যাচ বাকি রেখেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। শেখ জামালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করা বসুন্ধরার কাছে তাই বাকি চার ম্যাচ তুলনামূলক গুরুত্বহীন। তবে দ্বিতীয় সারির দল নামিয়ে বেশ ভুগতে হলো চ্যাম্পিয়নদের। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বসুন্ধরা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২১ দ্বিতীয় পর্বের ম্যাচটি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জয় পাওয়া এ ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে ৮৮তম মিনিটে একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ।

আরামবাগকে হারালেও গোলের জন্য বসুন্ধরাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। অথচ একই মাঠে উত্তর বারিধারকে ৫-১ গোলে গুঁড়িয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে এগিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি।

ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ব্যবধানে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও কোন দল গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে বদলি হিসেবে নামা ফরোয়ার্ড বিপুল বসুন্ধরাকে লজ্জা থেকে রক্ষা করেন।

শিরোপা নিশ্চিত করা বসুন্ধরার জন্য আজকের ম্যাচটি অবশ্য এএফসি কাপের প্রস্তুতি ম্যাচও বলা যায়। কারণ, এ ম্যাচ শেষে করেই মধ্যরাতে মালদ্বীপে যাচ্ছে দলটি। বসুন্ধরার লক্ষ্য এখন ১৮ আগস্ট (বুধবার) মালেতে শুরু হওয়া এএফসি কাপের গ্রুপ সেরা হওয়া।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ২০ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৪২। এছাড়া সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪০ এবং ২০ ম্যাচে ১৭ পরাজয়ে আরামবাগের পয়েন্ট ৫। আর ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

নতুন কোচের অধীনে শেখ রাসেলকে হারালো সাইফ

নতুন কোচের অধীনে শেখ রাসেলকে হারালো সাইফ

শেখ জামালকে হারিয়ে চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

শেখ জামালকে হারিয়ে চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আর্মি স্টেডিয়ামেও হবে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ

আর্মি স্টেডিয়ামেও হবে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ