পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই : মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ এএম, ১২ আগস্ট ২০২১
পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই : মেসি

বার্সেলোনার হয়ে ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ শিরোপা খরায় ভুগছেন তিনি। অপরদিকে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এখনও দেখা পায়নি বহুল কাঙ্খিত চ্যাম্পিয়নস লিগ শিরোপার। মেসি এবং পিএসজি, দুই পক্ষের ইচ্ছা এক বিন্দুতে মিলেছে। মেসি জানালেন, পিএসজির হয়ে জিততে চান চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

অনেক জল্পনা-কল্পনার পর বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার (১০ আগস্ট) আনুষ্ঠানিক চুক্তির পরের দিনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন মেসি। বুধবারের (১১ আগস্ট) সংবাদ সম্মেলনে মেসি জানিয়েছেন তার পিএসজি ভাবনা।

প্রথমেই পিএসজিকে ধন্যবাদ জানান লিওনেল মেসি। তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই তারা আমাকে দলের ভেড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাদের জন্য কাজটা সহজ ছিল না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’

পিএসজিতে নিজের লক্ষ্য নিয়ে বলেন, ‘ক্লাবের মতো আমারও উচ্চাকাঙ্খা আছে। আমি সম্ভাব্য সকল শিরোপা জেতার জন্য প্রস্তুত। আমার লক্ষ্য জয় পাওয়া এবং শিরোপা জয়।’

বছর তিনেক আগে বার্সেলোনার জার্সিতে ন্যু ক্যাম্পে ঘোষণা দিয়েছিলেন আরও একটি শিরোপা জিততে চান তিনি। তবে শেষ পর্যন্ত বার্সেলোনার হয়ে আর চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতা হয়নি তার। অপরদিক সর্বশেষ মৌসুমে সেমিফাইনালে বাধা ডিঙাতে না পারলেও, ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলেছিল পিএসজি। তবে অধরা সেই শিরোপা জেতা হয়নি তাদের।

মেসি বলেন, ‘গত কয়েকবছর ধরেই চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল পিএসজি। আমি এ লক্ষ্য নিয়েই ক্লাবে এসিয়েছে। আমার সর্বোচ্চ দিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করবো।’

আরও বলেন, ‘আমার লক্ষ্য আরেকটি চ্যাম্পিয়নস লিগ জয়। আমার মনে হয় এর জন্য আমি আদর্শ জায়গাতেই এসেছি।’

একটি সফল দলে যোগ দিয়েছেন বলে মনে করেন লিওনেল মেসি। বলেন, ‘আমি মনে করি আমি একটি সফল দলে এসেছি। এ মৌসুমে যারা দলে যোগ দিয়েছে,তাদেরকে ছাড়াই দলটি সফল। আমি দলকে সাহায্য করতে পারি। আমার উচ্চাকাঙ্ক্ষা আছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

৩০ মিনিটেই শেষ মেসির জার্সি

৩০ মিনিটেই শেষ মেসির জার্সি

মেসির কারণে পরিবর্তিত হলো ফ্রেঞ্চ লিগের নিয়ম

মেসির কারণে পরিবর্তিত হলো ফ্রেঞ্চ লিগের নিয়ম

যে কারণে মেসির জার্সি নম্বর ৩০

যে কারণে মেসির জার্সি নম্বর ৩০

মেসি রোমাঞ্চিত, গর্বিত পিএসজি

মেসি রোমাঞ্চিত, গর্বিত পিএসজি