ক্লাব ফুটবলে মেসি মানেই ছিল ১০ নম্বর জার্সি। এ কারণেই তো সমর্থকরা তাকে আদর করে ডাকতো এল এম টেন বলে। তবে পিএসজিতে পাড়ি জমিয়েই নিজের জার্সি নম্বর বদলে ফেলেছেন লিওনেল মেসি। পিএসজিতে তার জার্সি নম্বর হবে ৩০। এখন গুঞ্জন উঠেছে কেন ৩০ নম্বর জার্সি পড়ে মাঠে নামছেন মেসি। সে প্রশ্নের উত্তর পেতে ফিরে যেতে হবে ১৭ বছর আগে, বার্সেলোনার হয়ে মেসির অভিষেকের সময়ে।
২০০৪ সালে বার্সেলোনার হয়ে প্রথম সিনিয়র ফুটবলে মাঠে নামেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অভিষেক ম্যাচে ৩০ নম্বর জার্সি পড়েই মাঠে নেমেছিলেন তিনি। এরপর বেশ কিছুদিন ৩০ নম্বর জার্সি নিয়েই খেলেছিলেন তিনি।
যদিও পরবর্তীতে বার্সেলোনা ১০ নম্বর জার্সি নিজের করে নেন মেসি। পিএসজিতে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বন্ধুত্বের খাতিরে ১০ নম্বর মেসিকে দিতে চেয়েছিলেন। তবে তা প্রত্যাখান করেন মেসি।
১০ নম্বর জার্সি নিতে না চাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল পিএসজির হয়ে ১৯ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন তিনি। কারণ তরুণ বয়সে এই ১৯ নম্বর জার্সি পড়েই বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি।
তবে পিএসজি তাকে ১৯ নম্বর জার্সি দিতে না পারলে, পরবর্তীতে সিদ্ধান্ত নেন ৩০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন তিনি।
নিজের ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার সময় সেই পুরাতন স্মৃতিই ফিরিয়ে আনলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের পড়ন্ত সময়টাকে হয়তো শুরুর ৩০ নম্বর জার্সি পড়েই রাঙাতে চান মেসি। এ কারণেই হয়তো আবারও ৩০ নম্ব জার্সিতে ফিরেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]