মেসি রোমাঞ্চিত, গর্বিত পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১১ আগস্ট ২০২১
মেসি রোমাঞ্চিত, গর্বিত পিএসজি

ফুটবল বিশ্বে বয়ে গেল পাঁচ দিনের ঝড়। বার্সেলোনার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শুরু হওয়া সেই ঝড় আরেক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে থামিয়ে দিল পিএসজি। এর মাঝে দীর্ঘ ২১ বছর বার্সার হয়ে খেলা লিওনেল মেসি হয়ে গেলেন পিএসজির। চুক্তি স্বাক্ষরের পর মেসি জানালেন, নতুন যাত্রায় তিনি রোমাঞ্চিত। অন্যদিকে, মেসিকে পেয়ে গর্বিত পিএসজি।

লা লিগার দোহায় দিয়ে মেসির সাথে নতুন করে চুক্তি করা সম্ভব হচ্ছে না বলে বার্সার সংবাদ বিজ্ঞপ্তির পর থেকেই মেসি পিএসজিতে যোগ দেওয়া নিয়ে চলে গুঞ্জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় রাতে বার্সেলোনা জানায়, ‌‘বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক আর থাকছে না। আর্থিক ও কাঠামোগত বাধায় (লা লিগার নিয়ম) নতুন চুক্তি করা সম্ভব হচ্ছে না।’

বার্সার বিজ্ঞপ্তির পর কেউ শতভাগ নিশ্চিত না করলেও মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় সংবাদ মাধ্যমে। এর মাঝে পিএসজির পক্ষ থেকে বিভিন্ন সংকেতও দেওয়া হচ্ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ আগস্ট) রাতে মেসির সাথে আনুষ্ঠানিক চুক্তিটা করেই ফেলে পিএসজি

রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির চুক্তিতে স্বাক্ষর করার আগে প্যারিসে দিতে হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। এরপর প্যারিসের স্থানীয় সময় রাত সোয়া ১০টায় আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে দুই বছরের চুক্তির ঘোষণা দেয় পিএসজি। চুক্তির আনুষ্ঠানিকতা শেষে ক্লাবের ওয়েবসাইটে অনুভূতি জানান লিওনেল মেসি।

একদিন আগে বার্সার বিদায়ী সংবাদ সম্মেলনে কান্না করা মেসি বলেন, ‘পিএসজিতে ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। এ যাত্রায় আমি বেশ রোমাঞ্চিত। ক্লাবটি (পিএসজি) সবকিছুই আমার ফুটবলের উচ্চাঙ্ক্ষার সঙ্গে মিল রয়েছে। ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, তা আমি জানি।’

বার্সেলোনার সাবেক সতীর্থ ব্রাজিল তারকা নেইমারের সাথে আবারও মাঠে নামবেন মেসি। পিএসজিতে যোগ দিয়ে তিনি আরও বলেন, ‘ক্লাব ও সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পাক দ্য ফ্রাঁসে (পিএসজি মাঠ) নামতে আমি মুখিয়ে আছি।’

পিএসজিতে যোগ দিয়ে মেসি যেমন রোমাঞ্চিত, ক্লাব কর্তৃপক্ষও মেসিকে পেয়ে গর্বিত। পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেন, ‘লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি উচ্ছ্বসিত। আমরা তাকে ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত।’

তিনি বলেন, ‘শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে (মেসি) বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই। আশা করছি, সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের সমর্থকদের জন্য ইতিহাস গড়বে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির শেষ দিনে বার্সার ভিডিও প্রকাশ

মেসির শেষ দিনে বার্সার ভিডিও প্রকাশ

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

এটিই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত : মেসি

এটিই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত : মেসি

বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি

বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি