সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি এখন ফরাসি ক্ল্যাব পিএসজিতে। চুক্তি নিশ্চিত হলেও আনুষ্ঠানিক ঘোষণাটা এখনও দেয়া হয়নি। আর সেজন্যই পিএসজির হয়ে আবারও সংবাদ সম্মেলনে আসছেন লিওনেল মেসি। বুধবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় মেসিকে নিয়ে সংবাদ সম্মেলনে আসবে পিএসজি।
ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়কে বরণ করে নিতে পিএসজিতে অপেক্ষায় ছিলো হাজারো মানুষ। পিএসজিতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছে মেসি। সেখানে আরও এক বছর চুক্তির বাড়ানোর সুযোগ রেখেছে দুই পক্ষ।
বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। সেখানে তার চুক্তির মেয়াদ হবে দুই বছর। বার্সেলোনার সাথে নতুন চুক্তি না করার ঘোষণা আসার পর আবারও মেসিকে দলে ভেড়ানোর কাজ শুরু করে পিএসজি। শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবেই তাকে দলে ভেড়ালো প্যারিসের ক্লাবটি।
চলতি ২০২১-২২ মৌসুমের আগে আশরাফ হাকিমি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুমার মতো তারকাদেরকেও ফ্রি এজেন্ট হিসেবেই দলে ভিড়িয়েছে পিএসজি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]