ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। ২০২৬ সাল পর্যন্ত সিটিজেনদের হয়ে খেলবেন তিনি। এক বিবৃতিতে তার সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে দলকে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টোনস। এ কারণেই তার সাথে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি।
২০২০-২১ মৌসুমে দুই সিটিজেন সতীর্থ এমরিক লাপোর্তে এবং রুবেন দিয়াজের কাছে নিয়মিত একাদশে জায়গা হারান ২৭ বছর বয়সী এ ফুটবলার। তবে দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে আবারও একাদশে নিজের জায়গা পাকা করে নেন স্টোনস।
ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ধরে রাখেন স্টোনস। ফাইনালে ইতালির কাছে হারলেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি।
২০১৬ সালে এভারটন থেকে ৪ কোটি ৭৫ লাখ পাউন্ডের বিনিময়ে ম্যানসিটিতে যোগ দেন স্টোনস। ২০২২ সাল পর্যন্ত খেলার কথা ছিল তার। তবে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই আবারও পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত সিটিজেনদের হয়ে খেলবেন তিনি।
ম্যানচেস্টার সিটির হয়ে ১৬৮ ম্যাচে মাঠে নেমেছেন জন স্টোনস। এ সময়ে দলের হয়ে জিতেছেন ইংলিশ ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা।
চুক্তির মেয়াদ বাড়ানোর পর ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোনস জানান, সিটিজেনদের হয়ে আরও অনেক শিরোপা জয়ের অপেক্ষায় আছেন তিনি। ইংলিশ ফুটবলের সর্বজয়ী এই দলের সদস্য হতে পেরে তিনি গর্বিত।
সর্বশেষ ২০২০-২১ মৌসুম থেকে সিটি বস পেপ গার্দিওয়ালার অন্যতম ভরসা হয়ে আছেন স্টোনস। পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজের সাথে দুর্দান্ত বোঝাপোড়ায় গড়ে তুলেছেন অপ্রতিরোধ্য ডিফেন্স লাইন।
আগামী ১৫ আগস্ট টটেমহাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করবে সিটিজেনরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]