লা লিগার ফেয়ার প্লে নিয়মের কারণে বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই গুঞ্জন ছিল মেসির নতুন গন্তব্য হবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। অবশেষে সেখানেই পাড়ি জমাচ্ছেন ৩৪ বছর বয়সী এ আর্জেন্টাইন ফরওয়ার্ড।
মেসির পিএসজিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। মঙ্গলবাব (১০ আগস্ট) প্যারিসে যাবেন মেসি। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ পত্রিকা মার্কা।
মার্কা জানিয়েছে, মেসির সাথে পিএসজির চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পিএসজিতে দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন মেসি। তবে সেখানে আরও এক বছর চুক্তির বাড়ানোর সুযোগ রেখেছে দুই পক্ষ।
ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছেন বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে যোগ দিবেন মেসি। সেখানে তার চুক্তির মেয়াদ হবে দুই বছর। মঙ্গলবারই প্যারিসে যাবেন মেসি।
বার্সেলোনার সাথে নতুন চুক্তির ব্যাপারে সবকিছুই চূড়ান্ত ছিল। তবে লা লিগার অর্থনৈতিক নিয়মের কারণে মেসি এবং বার্সেলোনার মধ্যে আর চুক্তি হয়নি। এরপর থেকেই মেসির নতুন ক্লাব হিসেবে পিএসজির নাম আসে। তবে গুঞ্জন থাকলেও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে কাতারের যুবরাজ বেশ আগেই জানিয়ে দিয়েছেন পিএসজিতেই জার্সিতেই খেলবেন মেসি।
বেশ কিছুদিন ধরেই মেসিকে দলের ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলো পিএসজি। চলতি বছরের ৩০ জুন বার্সেলোনার সাথে মেসির চুক্তি শেষ হওয়ার পও তাকে চুক্তির প্রস্তাব দেয় পিএসজি। তবে বার্সেলোনার সাথে চুক্তি হবে এ আশায় সেবার চুক্তি ফিরিয়ে দেন মেসি।
তবে বার্সেলোনার সাথে নতুন চুক্তি না করার ঘোষণা আসার পর আবারও মেসিকে দলে ভেড়ানোর কাজ শুরু করে পিএসজি। শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবেই তাকে দলে ভেড়ালো প্যারিসের ক্লাবটি।
চলতি ২০২১-২২ মৌসুমের আগে আশরাফ হাকিমি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুমার মতো তারকাদেরকেও ফ্রি এজেন্ট হিসেবেই দলে ভিড়িয়েছে পিএসজি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]