লিওনেল মেসির সাথে ফরাসি ক্লাব পিএসজি'র আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি, তবে গুঞ্জন রয়েছে বার্সেলোনা ছেড়ে নেইমারের সতীর্থ হিসেবে পিএসজিতেই যাবেন মেসি। ইতিমধ্যেই পিএসজিতে মেসির জার্সি নম্বর কত হবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। পিএসজিতে মেসি ১০ নম্বর জার্সি পাচ্ছেন না তা আগে থেকেই জানা ছিল। মেসির জন্য নতুন এক জার্সি নম্বর প্রস্তাব করেছে পিএসজি।
বার্সেলোনাতে মেসি দীর্ঘদিন ১০ নম্বর জার্সি পড়ে খেলেছেন। পিএসজিতে সেই ১০ নম্বর জার্সি নেইমারের। মেসির জন্য নেইমার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে রাজি থাকলেও মেসি তা নিতে রাজি নন। মাঝে ১৯ নম্বর জার্সি নিয়ে গুঞ্জন উঠলেও তা এখনও নিশ্চিত নয়।
এবার পিএসজি তাকে ৩০ নম্বর জার্সির অফার দিয়েছে। যদিও লিগ ওয়ানে ৩০ নম্বর জার্সি গোল রক্ষকদের জন্য বরাদ্দ। তবে মেসির আগমনে সেই চিরাচরিত প্রথা থেকেও বেরিয়ে আসবে আয়োজকরা। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির।
২০০০ সালে প্রথম বার্সেলোনাতে ক্যারিয়ার শুরু করেন মেসি। বার্সার ইয়ূথ টিমের হয়ে তিনি খেলেন ২০০৩ সাল পর্যন্ত। এরপর ২০০৩-২০০৪ মৌসুমে সুযোগ পান বার্সেলোনার 'সি' দলে এবং ক্লাবটির মূল দলে অভিষেক হওয়ার আগে 'বি' দলের হয়েও খেলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]