বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের এখনো খেলা বাকি চার ম্যাচ। তবে শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচটি ছিল বসুন্ধরা কিংসের জন্য চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ। তাই তো রেফারির শেষ বাশির সঙ্গে সঙ্গেই বসুন্ধরার ডাগ আউট মেতে ওঠে উল্লাসে। চার ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
সোমবার (৯ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ের ফলে দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিজেদের করে নিল বসুন্ধরা।
এর আগে বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামাল দুর্দান্ত ফুটবল খেললেও আজ দেখা যায় অন্য শেখ জামালকে। ম্যাচের কিছুক্ষণ আগে দলের হেড কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করা হয় ক্লাব কর্তৃপক্ষ। বসুন্ধরার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কোচকে অব্যাহতি দেওয়ার প্রভাব ম্যাচেও বেশ প্রভার ফেলে।
অন্যদিকে, ম্যাচ শুরুর আগে ভারি বর্ষণে মাঠ ভারী হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়দের জন্যই স্বাভাবিক খেলা প্রদর্শন করা সম্ভব হয়নি। বৃষ্টি ভেজার পর কিছুটা কাদা মাঠে শেখ জামালকে খুব সহজেই হারিয়ে দেয় বসুন্ধরা কিংস।
প্রথমার্ধের ২১তম মিনিটে ব্রাজিলিয়ান রবসন রবিনহো গোল করে দলকে প্রথম এগিয়ে দেন। লিগে রবিনহোর ১৯তম গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।
বিরতি থেকে ফিলে শেখ জামালের সমতায় ফেরার লড়াইকে থামিয়ে দেন আরেত ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। ম্যাচের ৬২তম মিনিটে গোল করে কিংসের শিরোপা উৎসব নিশ্চিত করেন তিনি। বাকি সময় আর কোন গোল না হওয়ায় ২-০ ব্যবধনের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ পেশাদার লিগে তৃতীয় দল হিসেবে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলো বসুন্ধরা কিংস। ১৩ আসরের মধ্যে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী। এরপর তিনবার চ্যম্পিয়ন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল। তৃতীয় সর্বোচ্চ দল হিসেবে চ্যািম্পিয়ন হলো বসুন্ধরা কিংস।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]