বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ এএম, ১০ আগস্ট ২০২১
বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

লা লিগার ফেয়ার প্লে নিয়মে কারণে বার্সেলোনা ছেড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্তমান বার্সেলোনা দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। তাই নতুন অধিনায়কের খোঁজ করছিল কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত অধিনায়কের আর্মব্যান্ড উঠলো সার্জিও বুসকেটসের হাতে।

রোববার (৮ আগস্ট) ন্যু ক্যাম্পে জুয়ান গ্যাম্পার ট্রফিতে জুভেন্টাসের মুখোমুখি হয় বার্সেলোনা। সে ম্যাচেই অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন বুসকেটস। ম্যাচ শেষ পূর্বসূরি মেসিকে ধন্যবাদ জানান তিনি।

বুসকেটস জানান নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি খুবই উৎসাহিত। বলেন, ‘বার্সেলোনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। পূর্বসূরি পুয়েল, জাভি এবং ইনিয়েস্তাদের সাথে আমার সুন্দর কিছু সময় কেটেছে।’

লিওনেল মেসির আগে অধিনায়কের আর্মব্যান্ড পড়েছিলেন সাবেক দুই স্প্যানিশ কিংবদন্তি কার্লোস পুয়েল এবং জাভি হার্নান্দেজ। এবার মেসির উত্তরসূরি হলেন মিডফিল্ডার সার্জিও বুসকেটস।

লা লিগার ম্যাচ দিয়ে মৌসুম শুরু আগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ক্লাব প্রতিষ্ঠাতা জুয়ান গাম্পারে স্মরণে প্রতি ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ম্যাচে জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের কাছেই রেখে দেয় কাতালানরা।

এ ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত তিন হাজার দর্শকের সামনে বক্তব্য রাখেন বুসকেটস। সেখানে মেসি পরবর্তী যুগের অধিনায়ক হিসেবে সবার সমর্থন চান।

এ ম্যাচে কিছু সময় আগেই বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্কের ইতি টানেন লিওনেল মেসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলেন হোসে মরিনহো

প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলেন হোসে মরিনহো

মেসির পিএসজি যাওয়া আটকাতে আদালতে বার্সেলোনা

মেসির পিএসজি যাওয়া আটকাতে আদালতে বার্সেলোনা

জুভেন্টাসকে হারিয়েই মেসি পরবর্তী বার্সার পথচলা শুরু

জুভেন্টাসকে হারিয়েই মেসি পরবর্তী বার্সার পথচলা শুরু

আলভেসের ‘কাছাকাছি’ যেতে চান মেসি!

আলভেসের ‘কাছাকাছি’ যেতে চান মেসি!