আনুষ্ঠানিক ভাবে এখনও মৌসুম শুরু হয়নি। তবে তার আগেই আলোচনায় এএস রোমার কোচ হোসে মরিনহো। প্রীতি ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে রোমার কোচ মরিনহো সহ আরও তিন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের ফলাফল ছাপিয়ে লাল কার্ডের ঘটনায় মূল কেন্দ্রবিন্দুতে।
মৌসুম শুরুর আগে নিজেদের শক্তিমত্তা, দুর্বলতা যাচাইয়ের জন্য প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। তেমনই এক প্রীতি ম্যাচে রবিবার (৮ আগস্ট) মুখোমুখি হয় রোমা ও রিয়াল বেতিস।
ম্যাচের ৫৯ মিনিটে বেতিসের আলেক্স মোরিনোকে গোল করেন, তার পরপরই রোমার অধিনায়ক পেল্লেগ্রিনিকে তুলে নেন মরিনহো। মাঠ ছাড়ার সময় আঙুল উঁচিয়ে মোরিনোকে কিছু একটা বলছিলেন তিনি। আর তাতেই তেড়ে আসেন রেফারি। মাঠ ছাড়ার সময়ই লাল কার্ড দেখান পেল্লেগ্রিনিকে।
রেফারির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান মরিনহোও। মরিনহোর প্রতিবাদ রেফারির নজরে পড়লে তাকেও লাল কার্ড দেখান রেফারি। তাছাড়া ম্যাচের ৬৫তম মিনিটে মানচিনি ও ৭৮তম মিনিটে রিক কারসদর্পকে লাল কার্ড দেখান রেফারি। উক্ত ম্যাচে মরিনহোর রোমা ৫-২ গোলে পরাজিত হয় বেতিসের কাছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]