বড় বিপর্যয়ের মুখে পড়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট আদায় করতে পারেনি ইতালি৷ কিন্তু বুধবার ওয়েম্বলে স্টেডিয়ামে ইংল্যান্ডকে আটকে দিল তারা৷ টানা পাঁচ ম্যাচ পরে গোল হজম করতে হল ইংল্যান্ডকে৷ ইতালির হয়ে একমাত্র গোলটি করেন লরেঞ্জো ইনসিনিয়ে৷
ইতালির বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমে প্রথমেই এগিয়ে যায় ইংল্যান্ড৷ ২৬ মিনিটে দলকে গোল এনে দেন জেমি ভার্ডি৷ নেদারল্যান্ডস ম্যাচের নায়ক জেসে লিনগার্ডের ফ্রিকিক থেকে বল ধরে ডি-বক্সে ডুকে পড়েন ভার্ডি৷ তার কোনাকুনি শট ইতালির ডিফেন্স ভেঙ্গে জালে জড়িয়ে যায়৷
১-০ ব্যবধানে খেলার প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইতালি৷ অপর দিকে ব্যবধান বাড়ানোর জন্য বিপক্ষের উপর জোরালো আক্রমন হানে ইংল্যান্ড৷ ম্যাচের দ্বিতীয়ার্ধ অনেকক্ষণ অবধি গোলশূন্য থাকে৷ কিন্তু খেলার শেষ মুহূর্তে দারুন সুযোগ তৈরি হয় ইতালির জন্য৷
৮৬ মিনিটে বিট্রিশ ডিফেন্ডার জেমস তারকোস্কি ইতালির ফরোয়ার্ড ফেদরিকোকে ফাউল করে৷ রিপ্লে দেখে ইতালিকে পেনাল্টি দেন ম্যাচ রেফারি৷ এই সুযোগকে কাজে লাগিয়েই বিপক্ষের জালে বল জড়ান ইতালিয়ান ফরোয়ার্ড ইনসিনিয়ে৷ এরপর অতিরিক্ত সময় পেলেও আর গোল করতে পারেনি দু’দলই৷ ১-১ গোলেই ম্যাচের সমাপ্তি ঘটে৷
অন্য একটি ফ্রেন্ডলি ম্যাচে রাশিয়াকে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স৷ ফরাসিদের জয়ের কান্ডারী কিলিয়ান এমবাপে ও পল পগবা৷ মঙ্গলবার ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন এমবাপে৷ ৪০ মিনিটে অনবদ্য শটে বল বিপক্ষের জালে জড়ান পিএসজি ফরোয়ার্ড৷ এরপর ৪৯ মিনিটে গোলের ব্যবধান বাড়ান ম্যান ইউর মিডফিল্ডার পল পোগবা৷ খেলার দ্বিতীয়ার্ধে রাশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার ফায়াডোর স্মোলোভ৷ ৬৮ মিনিটে গোলের ব্যবধান কমিয়ে ২-১ করেন তিনি৷ এর কিছুক্ষন পর এমবাপের দু’নম্বর গোলে ৩-১ এ ম্যাচ শেষ করে ফ্রান্স৷