লিওনেল মেসির বার্সেলোনা ত্যাগের পরপরই গুঞ্জন উঠে মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। মেসিকে বিনামূল্যে পেলেও তাকে দিতে হবে মোটা অঙ্কের বেতন। ওয়েজ বিল সীমার মধ্যে রেখে তাই নতুন পরিকল্পনা ধরে এগোচ্ছে পিএসজি। যদিও ইতিমধ্যে, পিএসজির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে অভিযোগ দায়ের করেছে বার্সেলোনা।
মেসির সাথে চুক্তি হলে পিএসজির ওয়েজ বিল বেড়ে যাবে অনেক, যা নিয়ম পরিপন্থী। আর তাই পিএসজি ১০ ফুটবলারকে বিক্রির তালিকায় রেখেছে। শেষ পর্যন্ত তাদের বিক্রি করতে না পারলেও বিভিন্ন ক্লাবে লোনে পাঠাতে চায় তাদের।
পিএসজিতে মেসির বার্ষিক বেতন হবে আনুমানিক ৩৫-৪০ মিলিয়ন ইউরো। মেসির বেতনের সমপরিমাণ অর্থ ট্যাক্স হিসেবে ফ্রান্স সরকারকে দিতে হবে পিএসজির। নেইমার, এমবাপে, ডি মারিয়ার মতো তারকা থাকা পিএসজির আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলিয়ে চলার দিকেও লক্ষ্য রাখতে হয়।
আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পিএসজি তাই সিদ্ধান্ত নিয়েছে দশ ফুটবলারকে বিক্রি অথবা ধারে অন্য ক্লাবে পাঠিয়ে দেয়ার। এদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি, রাফিনহা, আন্দের হেরেরা, আব্দৌ দিয়াল্লো, থিলো কেহের ও ইদ্রিসা গায়া।
চ্যাম্পিয়ন্স লিগ জয়কে মূল ফোকাসে রেখেই এবার শক্তিশালী দল গঠন করছে পিএসজি। আর সেজন্যই মেসিকে দলে নেয়ার চেষ্টা তাদের। তাছাড়া মেসিকে দলে ভিড়িয়ে এমবাপের সাথেও আরও দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে ইচ্ছুক ক্লাবটি। যদিও গুঞ্জন রয়েছে, মেসির আগমনে বিদায় নিতে পারেন এমবাপে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]