ফুটবল বিশ্বে লিওনেল মেসি নিজেই এক অনুপ্রেরণার নাম। সেই মেসিই এবার অনুপ্রেরণা নিচ্ছেন এক ডিফেন্ডারের কাছ থেকে, তাও আবার ব্রাজিলের! শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি যে, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ও সাবেক বার্সার খেলোয়াড় দানি আলভেসকে থেকে অনুপ্রেরণা পাচ্ছেন মেসি। আর সেই অনুপ্রেরণা হলো বেশি ট্রফি জয় করার। বেশি ট্রফি জিতে কাছাকাছি যেতে চান আলভেসের।
আরও পড়ুন: মেসিকে পেতে পিএসজির নতুন পরিকল্পনা
টোকিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জয়ে দারুণ ভূমিকা রাখেন অভিজ্ঞ আলভেস। ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি ট্রফিজয়ী খেলোয়াড় এখন তিনি। মেসি চান, আলভেসের মতো বেশি বেশি শিরোপা জিততে। মেসির নতুন গন্তব্য যেখানেই হউক না কেনো, সেখানেই তিনি শিরোপা জিততে চান বলে জানান।
আরও পড়ুন: মেসির পিএসজি যাওয়া আটকাতে আদালতে বার্সেলোনা
রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত বিষয়াদির পাশাপাশি কথা বলেন দানি আলেভেসের ব্যাপারেও। নিজের সাবেক এই ক্লাব সতীর্থ এই বয়সেও যেভাবে নিজেকে মেলে ধরছে তাতে মুগ্ধ লিওনেল মেসি।
তিনি বলেন, 'অলিম্পিকে শিরোপা জেতায় দানি আলভেসকে শুভেচ্ছা। আমি তার মতো উচ্চতায় (বেশি শিরোপা জয়ের) পৌঁছাতে নিজের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যাব। আপাতত, এটাই আমার লক্ষ্য।'
আরও পড়ুন: জুভেন্টাসকে হারিয়েই মেসি পরবর্তী বার্সার পথচলা শুরু
মেসির নতুন গন্তব্য হতে পারে ফরাসি ক্লাব পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ই মূল লক্ষ্য বলেও জানান তিনি। মেসি বলেন, 'আমার লক্ষ্য হলো আরও কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং দানিকে ধরার চেষ্টা করা। অন্তত আমি তার আরও কাছে যেতে চাই।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]