ক্যারিয়ার জুড়ে অসংখ্যবার উত্থান-পতনের সাক্ষী হয়েছেন লিওনেল মেসি। তবে সে সময়গুলোকে নয়, বার্সেলোনা ছাড়ার মুহূর্তকেই ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় বলে মনে করেন তিনি।
বার্সেলোনার সাথে ২১ বছরের ক্যারিয়ারের সম্পাত্তি টেনেছেন লিওনেল মেসি। এ সময়ে বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৪ ট্রফি। এ সময়ে অসংখ্যবার বিপক্ষ দলের কাছে হার বরণ করেছে বার্সেলোনা। তবে সে সময়কে কঠিন বলে মানেন না লিও মেসি।
ক্যারিয়ারে বিপক্ষ দলের কাছে হারের পর ফিরে এসে জবাব দেওয়ার সুযোগ ছিলো। সে কারণেই সে মুহূর্তকে কখনও কঠিন মনে হয়নি।
মেসি বলেন, ‘ক্যারিয়ারের অনেক হার সয়েছি, অনেক কঠিন মুহূর্ত এসেছে। কিন্তু সেসবের পর মাঠে ফিরে জবাব দেওয়ার সুযোগ ছিল। তবে এখন পাল্টা জবাব দেওয়ার কোনো সুযোগ নেই।’
বার্সেলোনার হয়ে আনুষ্ঠানিক সম্পর্ক ছেদ করতে এসে বেশ আবেগঘন হয়ে পড়েন মেসি। বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত এটা। তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ ক্লাবে আমার সময় শেষ। অবশ্যই এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত।’
বার্সেলোনা ছেড়ে যেতে এমন কথা কখনও ভাবেননি বলে জানান মেসি। বলেন, ‘ক্লাবটা ছাড়তে হচ্ছে, এটাতে ভীষণ কষ্ট হচ্ছে। ক্লাবটাকে আমি ভালোবাসি। এমন একটা মুহূর্ত আসবে, এটা আমি কখনো ভাবিনি। মিথ্যা বলছি না, সব সময়ই মনে যা আছে সেটা বলার চেষ্টা করেছি, সত্যিটা বলার চেষ্টা করেছি।’
সর্বশেষ ২০২০ সালে ক্লাব ছাড়তে চেয়ে তখনকার বার্সেলোনা সভাপতি জোসেফ বার্তামেউকে ফ্যাক্স করেছিলেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘গতবছর আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম। তবে এ বছর ছাড়তে চাই নাই। এ কারণেই আমার কষ্টটা বেশি হচ্ছে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]