বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৯ আগস্ট ২০২১
বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি

শেষবারের মতো বার্সেলোনায় সংবাদ সম্মেলনে এসেছিলেন লিওনেল মেসি। বিদায়ী সংবাদ সম্মেলনে নিজেকে সামলে রাখতে পারেননি এ ফুটবল যাদুকর। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর বিদায়ী বক্তব্যে মেসি জানালেন, এমন পরিস্থিতির তিনি প্রস্তুত ছিলেন না।

রোববার (৮ আগস্ট) বার্সেলোনা সময় দুপুরে সংবাদ সম্মেলনে আসেন লিওনেল মেসি। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মেসি জানান, বার্সেলোনার হয়ে আর কখনও খেলতে পারবেন না, এটা মানতে বেশ কঠিন লাগছে তার।

মেসি বলেন, ‘ব্যাপারটা মেনে নিতে বেশ কঠিন লাগছে। এ রকম হবে তা আমি কখনও ভাবিনি। আমি সঠিকভাবে ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলাম। প্রথমদিন থেকেই নিজের সেরাটা দিয়েছে।’

লা লিগার ফেয়ার প্লে নিয়মের কারণে বার্সেলোনার সাথে নতুন করে চুক্তি করতে পারেনি বার্সেলোনা। এরপরই নিশ্চিত হয় বার্সেলোনার জার্সিতে খেলবেন না মেসি।

চলতি বছরের ৩০ জুন মেসির সাথে বার্সেলোনার চুক্তি শেষ হয়। এরপর থেকেই মেসি ফ্রি এজেন্ট হয়ে আছেন। ৫০ শতাংশ বেতন কমিয়ে মেসির সাথে চুক্তি করতে রাজি হয়েছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত লা লিগার আইনের কারণে একসাথে থাকা হয়নি মেসি এবং বার্সেলোনার।

এ বিষয়ে মেসি বলেন, ‘আমরা ভেবেছিলাম একসাথে বার্সেলোনায় থাকবো। কিন্তু আজকে আমাদেরকে বিদায় বলতে হচ্ছে।’

বার্সেলোনা ছেড়ে যাওয়ার সময় ক্লাবের প্রতি কোনো আক্ষেপ রাখেননি মেসি। তিনি বলেন, ‘আমি সম্ভাব্য সকল কিছুই করেছি। তবে লা লিগার আইনের জন্য ক্লাবে থাকতে পারছি না।’

বার্সেলোনায় থাকা সময়গুলোকে বেশ উপভোগ করেছেন বলে জানান তিনি। মেসি বলেন, ‘আমরা বার্সায় যে সময় কাটিয়েছি তা দারুণ ছিলো। আমি আবারও ফিরতে চাই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে ছাটাই করে ২০২১-২২ মৌসুমের স্কোয়াড জানালো বার্সেলোনা

মেসিকে ছাটাই করে ২০২১-২২ মৌসুমের স্কোয়াড জানালো বার্সেলোনা

বার্সালোনায় জার্সি নম্বর পেল ডিপাই-আগুয়েরো

বার্সালোনায় জার্সি নম্বর পেল ডিপাই-আগুয়েরো

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের টানা দ্বিতীয় স্বর্ণ

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের টানা দ্বিতীয় স্বর্ণ

ইন্টার ছেড়ে আবারও চেলসিতে ফিরছেন লুকাকু

ইন্টার ছেড়ে আবারও চেলসিতে ফিরছেন লুকাকু