স্পেনের সামনে অসহায় আর্জেন্টিনার ৬ গোলের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৮ মার্চ ২০১৮
স্পেনের সামনে অসহায় আর্জেন্টিনার ৬ গোলের হার

প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্পেনের ৬ গোল হজম করল আর্জেন্টিনা৷ মেসি, আগুয়েরাদের ছাড়া খেলতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়ল সামপাওলির দল৷

এদিন স্পেনের হয়ে প্রথমবার হ্যাট্রিক করলেন ইসকো৷ এছাড়াও দিয়েগো কোস্তা, আলকানতারা এবং আসপাস একটি করে গোল করেন৷ আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি৷

media

চোটের কারনে আগেই মাঠের বাইরে ছিলেন আগুয়েরা৷ মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটনের মাঠে চোটের কারণে বেঞ্চে বসে থাকলেন লিও মেসিও৷ আর্জেন্তিনার দলে ছিলেন না দি মারিয়াও৷ স্পেনের হয়ে প্রথম গোলটি করেন দিয়েগো কোস্তা৷ খেলার ১২ মিনিটে মার্কো আসেনসিওর পাস থেকে গোল করেন কোস্তা৷ ২৭ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইসকো ৷ এরপর ৩৯ মিনিটে আর্জেন্তিনার হয়ে একমাত্র গোল করে ব্যবধান কমান ওটামেন্ডি৷

একমাত্র গোলে না থেমে ৫২ ও ৭৪ মিনিটে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো৷ ৫৫ মিনিটে ও ৭৩ মিনিটে স্পেনের হয়ে আরও দুটি গোল করেন আলকানতারা ও আসপাস৷ নিজেদের দুর্বল ফুটবল নিয়ে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি নীল সাদারা৷ শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে ম্যাচ জেতে স্পেন৷



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন গোমেজ

ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন গোমেজ

তৃতীয় সন্তানের বাবা হলেন সার্জিও রামোস

তৃতীয় সন্তানের বাবা হলেন সার্জিও রামোস

আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন

আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন

বুকে বল লেগে ফুটবলারের মৃত্যু

বুকে বল লেগে ফুটবলারের মৃত্যু