সর্বশেষ মৌসুমের দলবদলে নিজেদের আক্রমণ ভাগ শক্তিশালী করতে বেশ কয়েকজন স্ট্রাইকার কিনেছিল চেলসি। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে এর প্রতিদানও পেয়েছে। তবে জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নারের বাজে ফর্ম চেলসির কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ফেলেছে। সে সমস্যা সমাধানে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হল্যান্ডকে দলে ভেড়াতে চেয়েছিলেন চেলসি বস টমাস টুখেল। তবে শেহশ পর্যন্ত চেলসির সাবেক স্ট্রাইকার রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়েই সমাধান খুঁজছে তারা।
জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে দুর্দান্ত পারফর্ম করা আর্লিং হল্যান্ড সবার আগ্রহের কেন্দ্রে রয়েছেন। তবে বুরুশিয়া ডর্টমুন্ড তাকে ছাড়তে রাজি নয়। ১৭ কোটি ইউরো দিয়েই আর্লিং হল্যান্ডকে নিজেদের দলে নিতে হবে বলে দাবি করেছে বুরুশিয়া। তাই শেষ পর্যন্ত নিজেদের সাবেক স্ট্রাইকার রোমেলু লুকাকুতেই আস্থা রেখেছে চেলসি।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হটিয়ে ১১ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে ইন্টার মিলান। এতে ২৪ গোল করে অবদান রাখেন রোমেলু লুকাকু।
সিরি 'এ' জয়ী ইন্টার মিলান থেকে সরে গেছেন কোচ অ্যান্তেনিও কন্তে। এছাড়াও ইন্টার মিলান ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন আশরাফ হাকিমি।
লুকাকুকে দলে ভেড়াতে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিলো চেলসি। তবে শেষ পর্যন্ত ১১ কোটি ৫০ লাখ ইউরোতে চেলসিতে পাড়ি জমাচ্ছে তিনি।
এ দল বদলের ফলে আবারও চেলসির জার্সিতে লুকাকুকে দেখা যাবে। এর আগে ২০১১ সালে ১ কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে চেলসিতে এসেছিলেন তিনি। তবে সেবার চেলসির জার্সিতে কোনো গোল করতে পারেননি। চেলসি থেকে ধারে খেলেছিলেন এভারটন এবং ওয়েস্ট ব্রমে।
এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ইন্টারে পাড়ি জমিয়েছিলেন লুকাকু। এবার আবারও ফিরে এলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করার পুরো সুযোটাই পাচ্ছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]