বার্সালোনায় জার্সি নম্বর পেল ডিপাই-আগুয়েরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৮ আগস্ট ২০২১
বার্সালোনায় জার্সি নম্বর পেল ডিপাই-আগুয়েরো

২০২১-২২ মৌসুমকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষের ম্যাচ দিয়ে এই মৌসুমের যাত্রা শুরু করবে কাতালানরা। নতুন মৌসুমকে সামনে রেখে দলের সকল খেলোয়াড়দের জার্সি নম্বর চূড়ান্ত করে প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা একাধিক নতুন খেলোয়াড় দলভুক্ত করে। মেম্ফিস ডিপে, সার্জিও আগুয়েরো, এরিক গার্সিয়ার মতো জনপ্রিয় ফুটবলারদের নিজের করে নেয় তারা। নতুন খেলোয়াড়েরা কে কত নম্বর জার্সি পড়ে খেলবেন তা নিয়ে সকলের মাঝেই ছিল কৌতূহল।

বার্সার নতুন সাইনিং মেম্ফিস ডিপে এবার গায়ে জড়াবেন ৯ নম্বর জার্সি। লুইস সুয়ারেজের বিদায়ের পর বার্সেলোনায় সর্বশেষ ৯ নম্বর জার্সি গায়ে দিয়েছিল ব্র্যাথওয়েট। ৬ নম্বর জার্সি গায়ে দেখা যাবে রিকি পুয়েগকে।

জুভেন্তাসের সঙ্গে ম্যাচে ১৯ নম্বর জার্সি পড়ে খেলবেন সার্জিও আগুয়েরো। গত মৌসুমে ২২ নম্বর জার্সি পড়া আনসু ফাতি এবার পড়বেন ১৭ নম্বর জার্সি। নতুন সাইনিং এমারসন রয়্যাল পড়বেন ২২ নম্বর জার্সি।

এছাড়া বাকি খেলোয়াড়েরা তাদের আগের জার্সি নম্বরই ব্যবহার করবেন। সবাইকে জার্সি নম্বর প্রদান করা হলেও খালি রয়ে গিয়েছে লিওনেল মেসির ব্যবহার করা ১০ নম্বর জার্সি। বার্সেলোনা ছেড়ে মেসির সম্ভাব্য গন্তব্য ফরাসি ক্লাব পিএসজি। বার্সেলোনাতে মেসির সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি কাউকে প্রদান করা হয়নি এখনও। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১০১ শব্দে বার্সা-মেসির ২১ বছরের সম্পর্ক শেষ

১০১ শব্দে বার্সা-মেসির ২১ বছরের সম্পর্ক শেষ

পিএসজিতে বিখ্যাত ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি

পিএসজিতে বিখ্যাত ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি

মেসিকে ছাটাই করে ২০২১-২২ মৌসুমের স্কোয়াড জানালো বার্সেলোনা

মেসিকে ছাটাই করে ২০২১-২২ মৌসুমের স্কোয়াড জানালো বার্সেলোনা

ভিন্ন আঙ্গিকে মেসিকে বিদায়ী বার্তা জানালেন টের স্টেগেন

ভিন্ন আঙ্গিকে মেসিকে বিদায়ী বার্তা জানালেন টের স্টেগেন