লিওনেল মেসি নেই, তাতে কী! ক্লাবের কার্যক্রম তো আর থেমে থাকবে না। মেসিকে ছাড়াই ২০২১-২২ মৌসুমের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা। দীর্ঘ ১৭ মৌসুম পর লিওনেল মেসিকে ছাড়া স্কোয়াড দিল ক্লাবটি। তবে ঘোষিত স্কোয়াডে সদ্য যোগ দেওয়া সার্জিও আগুয়েরো, মেম্ফিস ডিপাইসহ বাকি সবাই রয়েছেন।
লা লিগার ফেয়ার প্লে নিয়মের কারণে বার্সেলোনার সাথে লিওনেল মেসির নতুন চুক্তি হয়নি। এ কারণেই বার্সেলোনার জার্সিতে তাকে দেখা যাবে না। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে পিএসজি।
২০২১-২২ মৌসুমে বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরে কেউ মাঠে নামবেন না। সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ৯ নম্বর জার্সি পড়ে মাঠে নেমেছিলেন ড্যানিশ স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েট। ২০২১-২২ মৌসুমে ৯ নম্বর জার্সি পড়বেন সদ্যই বার্সেলোনায় যোগ দেওয়া মেম্ফিস ডিপাই।
ব্রাথওয়েটকে ৯ নম্বর জার্সি দেওয়ায় ব্রাথওয়েটের গায়ে উঠবে ১২ নম্বর জার্সি। আগে ১২ নম্বর জার্সি পড়ে মাঠে নামতেন রিকি পুইগ। রিকি পুইগের গায়ে উঠবে ঐতিহাসিক ৬ নম্বর জার্সি।
এছাড়াও সদ্যই বার্সেলোনায় যোগ দেওয়া আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গায়ে উঠবে ১৯ নম্বর জার্সি। বার্সেলোনায় যোগ দেওয়া নতুন তারকা এরিক গার্সিয়া কত নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন তা এখনও জানা যায়নি। তিনি বর্তমানে স্পেন দলের হয়ে টোকিও অলিম্পিকে রয়েছেন।
রীতি অনুযায়ী দলে যোগ দেওয়া নতুন ফুটবলারদেরকে জুয়ান গাম্প্যার ট্রফি দিয়ে ফটোসেশন করে বার্সেলোনা। সে ফটোসেশনে সবাই থাকলেও অনুপস্থিত ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া।
বার্সেলোনার পূর্ণাঙ্গ স্কোয়াড:
Estos son los dorsales de los jugadores del primer equipo para la presentación de este domingo en el #TrofeuGamper
— FC Barcelona (@FCBarcelona_es) August 7, 2021
EN DIRECTO POR BARÇA TV+ https://t.co/oM3dvix72I pic.twitter.com/RgcvFYA70j
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]