বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নতুন ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। মঙ্গলবার (১০ আগস্ট) আর্মি স্টেডিয়ামে অভিষেক ম্যাচে খেলবে মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়ন।
শনিবার ( ৭ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলতি প্রিমিয়ার লিগের অবশিষ্ট অংশের সূচি প্রকাশ করেছে। সেখানে আর্মি স্টেডিয়ামে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে।
ঈদের ছুটি এবং লকডাউন কাটিয়ে চলতি মাসেই মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ ফুটবল। প্রিমিয়ার লিগ চলাকালীন বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপ পর্ব খেলতে মালদ্বীপে পাড়ি জমাবে। তবে এ সময়ে প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ থাকবে না। শুধুমাত্র বসুন্ধরা কিংসের খেলা স্থগিত থাকবে।
বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে যাওয়ার আগে প্রিমিয়ার লিগে ৮ এবং ১২ আগস্ট দুইটি ম্যাচ খেলবে। বাকি তিন ম্যাচ খেলবে মালদ্বীপ থেকে ফিরে এসে। এ ম্যাচগুলোর সূচি কখন অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে দেশে ফিরে বসুন্ধরা কিংসের কোয়ারেন্টাইনের মেয়াদের উপর।
মালদ্বীপ থেকে ফেরার পর প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। এ তিন ম্যাচ বাদে প্রিমিয়ার লিগের পর্দা উঠবে চলতি বছরের ২৭ আগস্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহোন মোস্তফা কামাল স্টেডিয়ামের পাশাপাশি রাজধানীর আর্মি স্টেডিয়ামেও প্রিমিয়ার লিগ আয়োজনের চেষ্টা চালাচ্ছিলো বাফুফে। শেষ পর্যন্ত আর্মি স্টেডিয়ামেও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। এর আগে ফর্টিস স্পোর্টিং ক্লাবের মাঠেও প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়েছিল।
আর্মি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সূচি
১০ আগস্ট- মোহামেডান বনাম ব্রাদার্স ইউনিয়ন
১৭ আগস্ট- চট্টগ্রাম আবাহনী বনাম রহমতগঞ্জ
২৪ আগস্ট- মুক্তিযোদ্ধা বনাম মোহামেডান
২৭ আগস্ট- বাংলাদেশ পুলিশ বনাম শেখ রাসেল
২৭ আগস্ট-মোহামেডান বনাম শেখ জামালের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]