ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসির বার্সেলোনা ত্যাগে সাবেক কিংবা বর্তমান খেলোয়াড় অনেকেই আবেগী টুইট করছেন মেসিকে কেন্দ্র করে। বার্সেলোনা থেকে মেসির বিদায়ে টুইট করেছেন ক্লাবটির গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনও। তবে, তার সেই টুইটটি ছিল সবার চেয়ে ব্যতিক্রম। গুঞ্জন ছিলো যে, মেসির সাথে স্টেগেনের সম্পর্ক তেমন ভালো নয়। সেটিরই যেনো প্রতিফলন দেখা গেলো সেই টুইটে।
স্টেগেন তার বিদায়ী বার্তায় লিখেন, 'এতো বছর তোমার সঙ্গে খেলতে পেরে এবং অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত ও ট্রফি শেয়ার করতে পেরে সত্যিই আনন্দিত। যদিও সময়ে সময়ে আমাদের মাঝে মিল ছিল না। তবে আমরা সবসময় একই দিক দিয়ে চলেছি এবং প্রত্যেকেই একজন ব্যক্তি হিসাবে জয় পরাজয়ের মধ্যেই বেড়ে উঠি।'
এমন ভিন্ন আঙ্গিকের টুইটই প্রমাণ করে মেসির সাথে যে তার সম্পর্কটা কোন এক সময় সুখকর ছিল না। তবে, যিনি ফুটবল রাজ্যের রাজা তাকে কি আর প্রশংসা না করে থাকা যায়। স্টেগেনও পরে প্রশংসা করেন।
সেই টুইটে তিনি আরও লেখেন, 'এ ক্লাবের সঙ্গে তুমি তোমার জীবনের ইতিহাস তৈরি করেছ এবং তুমি একজন সত্যিকারের ফুটবল কিংবদন্তি হিসাবে বিবেচিত হয়েছ। তুমি ফুটবল পরিবর্তন করে দিয়েছ। আমি তোমার এবং তোমার পরিবারের সামনের দিনগুলোর মঙ্গল কামনা করি।'
বার্সেলোনা ত্যাগ করা লিওনেল মেসির নতুন ঠিকানা হচ্ছে ফরাসি ক্লাব পিএসজি, এমনটাই নিশ্চিত করেছেন পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আন থানি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]