মেসির বিদায়ে গ্রিজম্যানকে ‘দায়ী’!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ এএম, ০৮ আগস্ট ২০২১
মেসির বিদায়ে গ্রিজম্যানকে ‘দায়ী’!

আর্থিক সমস্যা এবং লা লিগার নিয়মের ফাঁদে পড়ে লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয় বার্সেলোনা। মেসির বার্সা ত্যাগের খবর এখন ফুটবল বিশ্বের আলোচ্য বিষয়। বার্সার সাথে মেসির ২১ বছরের সম্পর্কের ইতি হওয়ার পিছনে বার্সার ফরাসী তারকা আঁতোয়ান গ্রিজম্যানকে দায়ী করছে বার্সা সমর্থকদের একাংশ।

বার্সার সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তমেউ বেশ কিছু খেলোয়াড়কে আকাশচুম্বী বেতনে বার্সায় এনেছিলেন। এদের মধ্যে গ্রিজম্যানও একজন। মেসির এই বিদায়ের জন্য বার্সা ও মেসির ভক্তরা তাই গ্রিজম্যানকেও দায়ী করছেন।

ভক্তরা মনে করেন, আর্থিক সমস্যার পেছনে গ্রিজম্যানের উচ্চ বেতনও দায়ী। আর এই জন্য শুক্রবার (৬ আগস্ট) হোয়ান গাম্পার স্পোর্টস সিটি কমপ্লেক্সে ঢোকার মুহূর্তে মেসিভক্তদের লাঞ্ছনার শিকার হয়েছেন গ্রিজম্যান।

গ্রিজম্যান গাড়ি নিয়ে স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছার সঙ্গে সঙ্গে গ্রিজম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সমর্থকরা। মেসির বিদায়ের জন্য গ্রিজম্যানকে দায়ী করে সমর্থকরা বলতে থাকে, ‘তোমার কারণেই মেসি চলে গেছে।’

বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, মেসির সাথে চুক্তি করতে গেলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের। কিন্তু অন্য খেলোয়াড়দের সাথে চুক্তি করা থাকায় সেটিও সম্ভব ছিলো না তাদের।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মেসি ৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

তবে কি মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে পিএসজি?

তবে কি মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে পিএসজি?

মেসিকে নিতে আগ্রহী নয় ম্যানসিটি : গার্দিওয়ালা

মেসিকে নিতে আগ্রহী নয় ম্যানসিটি : গার্দিওয়ালা

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

রেকর্ড গড়ে ম্যান সিটিতে গ্রিলিশ

রেকর্ড গড়ে ম্যান সিটিতে গ্রিলিশ