জ্যাক গ্রিলিসকে নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিলো। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। রেকর্ড ফি তে অ্যাস্টন ভিলা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের আরেক শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন তিনি। রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে ম্যান সিটির সাথে ছয় বছরের চুক্তি করেন তিনি।
গ্রিলিসকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল একাধিক ক্লাবই। ম্যান ইউ সহ আরও একাধিক ক্লাব তাকে পেতে চাইলেও শেষ পর্যন্ত ছয় বছরের দীর্ঘ চুক্তিতে ম্যান সিটিতেই যোগ দেন তিনি। অ্যাস্টন ভিলার একাডেমিতেই বেড়ে উঠেছিলেন তিনি।
গ্রিলিসকে দলে রাখতে চেষ্টা করে অ্যাস্টন ভিলাও। ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড়কে আগামী মৌসুমেও পাওয়ার জন্য নতুন চুক্তির অফারও দেয়া হয়। কিন্তু শিরোপা জয়ের আশায় ভিলা ছেড়ে সিটিতে যোগ দেন গ্রিলিস। ম্যান সিটিতে যোগ দিয়েই বিখ্যাত ১০ নম্বর জার্সি পেয়ে গিয়েছেন তিনি।
ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে দারুণ খুশি গ্রিলিসও। দলটির ধারাবাহিক বড় সাফল্যে মুগ্ধও তিনি। তাছাড়া পেপ গার্দিওয়ালার অধীনে খেলতে পারাও বিরাট কিছু বলে অভিহিত করেন তিনি।
গ্রিলিস বলেন, 'ম্যান সিটি দেশের অন্যতম সেরা ক্লাব। এই ক্লাবে যোগ দেয়ার মধ্য দিয়ে আমার স্বপ্নপূরণ হলো। বিগত দশ বছর ধরে ওরা বড় বড় শিরোপা জিতেছে। কোচ পেপের অধীনে খেলা এবং ওর থেকে শেখার জন্য আমি মুখিয়ে আছি। তাছাড়া ক্লাবের সুযোগ সুবিধাও দারুণ। মাঠে নামতে মুখিয়ে আছি।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]