অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সেই চিরচেনা ক্লাবে পা রাখলেন ক্রিস্টিয়ান এরিকসেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া এরিকসেন অনিশ্চয়তাকে সঙ্গী করেই পা রাখেন ক্লাবের অনুশীলন ভেন্যুতে।
শনিবার (১২ জুন) ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে আচমকাই লুটিয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। মাঠের মধ্যেই তাকে সিপিআর দিয়েছিলেন ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়ের।
এরপর তার শরীরে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়। এটি একটি ছোট ইলেকট্রোনিক ডিভাইস, পেসমেকারের মতো যা কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করে।
???? | VIDEO
— Inter ???????? (@Inter) August 4, 2021
Eriksen ritorna al Suning Training Centre pic.twitter.com/jp6CWqVnAV
এরিকসেনের মাঠে ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মিলান। নিজেদের ওয়েবসাইটে ইন্টার মিলান জানায়, 'এরিকসেন ক্লাবের পরিচালক, কোচ, সতীর্থ ও উপস্থিত স্টাফদের সাথে দেখা করেছেন। এরিকসেন ভালো উন্নতি করেছে এবং শারীরিক ও মানসিকভাবেও সে দারুণ অবস্থায় রয়েছে।'
ক্লাবের অনুশীলনে ফিরলেও মাঠে ফেরা নিয়ে এখনও সংশয় রয়েছে এরিকসেনের। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সাইন্টিফিক কমিটির সদস্য ফ্রান্সেসকো ব্রাকোনারি জানিয়েছিলেন, এরিকসেনের শরীর থেকে ডেফিব্রিলেটর সরানো না হলে তাকে খেলার অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, 'ডেফিব্রিলেটর সরানো না হলে তাকে ইতালিতে খেলার অনুমতি দেওয়া হবে না। তার শরীর থেকে ডেফিব্রিলেটর সরিয়ে ফেলার পর এবং অন্যান্য পরীক্ষায় যদি স্পষ্ট হয় যে সে খেলার মতো অবস্থায় আছে তাহলেই সে ইন্টারের হয়ে খেলায় ফিরতে পারবে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]