বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা হয়ে গোল করেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো এবং আর্জেন্টাইম রাউল অস্কার বেসেরা। দুইজনই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে আছেন।
ঈদের ছুটিয়ে কাটিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) মাঠে ফিরেছিল প্রিমিয়ার লিগ ফুটবল। সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে এবারের লিগে প্রথমবারের মতো হারের স্বাদ পায় বসুন্ধরা। তবে ঈদের পর মাঠে ফিরে আবারও জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা।
বুধবার (৪ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা। মাঠে নেমেই শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংস।
ম্যাচের ২০তম মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। এটি লিগে তার ১৮তম গোল। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।
বিরতির আগ পর্যন্ত আর কোনো দল বল জালে জড়াতে পারেনি। বিরতিতে থেকে ফিরে দলের ব্যবধান দ্বিগুণ করেন বসুন্ধরার আর্জেন্টাইন ফরওয়ার্ড রাউল অস্কার বেসেরা। ম্যাচের ৫৫তম মিনিটে গোল করেন তিনি। এর মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরে ঠুকে দেন আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। এরপর ম্যাচের আর কোনো গোল না হওয়ায় ৩-০ শূন্য গোলের জয় পায় বসুন্ধরা।
ম্যাচের দ্বিতীয় গোল করে এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার লড়াই আরও বেশি করে জমিয়ে তুলেছেন আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা। লিগে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ১৬। সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা সতীর্থ রবসন রবিনহো।
প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগে সবার উপরে অবস্থান করছে বসুন্ধরা কিংস। অপরদিকে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১তম স্থানে আছে। রেলিগেশন থেকে বাঁচতে মুক্তিযোদ্ধার সামনে জয়ের কোনো বিকল্প নেই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]