কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেশ এখনও কাটেনি। ফুটবলার কিংবা সমর্থকরা এখনও মাঝে মাঝেই প্রতিপক্ষকে খোচা দিয়ে কথা বলছে। এরই মধ্যে আবারও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের জন্য সূচি ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
করোনাভাইরাস মহামারির কারণে দুই দফা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করা হয়েছিলো। এ কারণেই কনমেবল অঞ্চলের সব দলের এখনও ১২ টি করে ম্যাচ বাকি রয়েছে। এ পরিস্থিতিতে কনমেবল অঞ্চলের দলগুলোকে ঠাসা সূচির মধ্যে দিয়ে যেতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বাছাই পর্ব শেষ করার জন্য চলতি বছর আটবার মাঠে নামবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলো। এরই অংশ হিসেবে চলতি বছরের নভেম্বরে বাছাই পর্বে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল। নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে আথিতেয়তা দিবে আর্জেন্টিনা।
কনমেবল এবং ফিফা জানিয়েছে আগামী ২০২২ সালের প্রথম তিন মাসে আরও চারবার মাঠে নামবে কনমেবল অঞ্চলের দলগুলো। তবে স্থগিত হওয়া ম্যাচগুলোর জন্য এখনও কোনো সূচি জানানো হয়নি।
কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টি টেবিলে দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। ৬ ম্যাচ খেলে ৩ ম্যাচে ড্র করে আর্জেন্টিনার পয়েন্ট ১২। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে তিন এবং চার নম্বরে অবস্থান করছে যথাক্রমে ইকুয়েডর এবং উরুগুয়ে। উরুগুয়ের সাথে যৌথভাবে চার নম্বরে আছে কলম্বিয়া।
চলতি বছরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অন্যতম কঠিন প্রতিপক্ষ উরুগুয়েকেও মোকাবিলা করবে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা পাবে। পঞ্চম স্থানে থাকা দলের জন্যও বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে, তবে তাদেরকে প্লে অফ পার করে আসতে হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]