দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাট্যার। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ইসা হায়াতু। এবার তিনিও দুর্নীতির দায়ে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
৭৪ বছর বয়সী ইসা হায়াতু ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে আফ্রিকান কনফেডারেশনের নির্বাচনে না হারলে হয়তো আরও দীর্ঘ সময় সিএএফের দায়িত্বে থাকতেন তিনি।
এছাড়াও সবচেয়ে বেশি সময় ফিফার সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন ইসা হায়াতু। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনারারি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
মঙ্গলবার (৩ আগস্ট) ফিফা এক বিবৃতিতে ইসা হায়াতুর শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। তাকে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
২০১৫ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। সে সময় ফিফার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন ইসা হায়াতু। পরবর্তীতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন সেপ ব্ল্যাটার।
ফিফার বিবৃতিতে জানানো হয়েছে, সিএএফের সভাপতি থাকাকালীন ইসা হায়াতু ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মিডিয়া এবং মার্কেটিং পার্টনার হিসেবে ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান লাগারদে স্পোর্টসের সাথে চুক্তি করেন। সিএএফের পক্ষ থেকে নিজের নাম ভাঙিয়ে চুক্তি করায় সিএএফ ক্ষতিগ্রস্থ হয়েছিল। এ কারণেই তাকে ফিফার এ শাস্তির মুখোমুখি হতে হয়েছে।
মঙ্গলবার থেকে হায়াতুর নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সব ধরণের ফুটবল থেকে এক বছর নিষিদ্ধ থাকবেন তিনি। শাস্তির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি হায়াতু।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]