অলিম্পিক পুরুষ ফুটবলে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। ট্রাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ ব্যবধানে হারিয়ে অলিম্পিকের ফাইনালে উঠে ব্রাজিল। স্বর্ণ জয়ের লক্ষ্যে ফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেন অনূর্ধ্ব-২৩ দলকে।
মঙ্গলবার (৩ আগস্ট) স্বাগতিক জাপান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ফাইনালে উঠে স্পেন অনূর্ধ্ব-২৩ দল। দ্বিতীয় সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ১-০ তে জিতেছে স্প্যানিশরা। স্বাগতিক জাপানকে হারানোর মধ্য দিয়ে ২১ বছর পর ফাইনালে পা রাখে স্পেন।
অলিম্পিক ফুটবলে স্পেন স্বর্ণ জিতে একবারই, ১৯৯২ সালে। আর শেষ বারের মতো ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করেছিল ২১ বছর আগে, ২০০০ সালে।
Chegamos ao capítulo final da nossa caminhada rumo à medalha de ouro. Sábado é dia da #SeleçãoOlímpica encarar a Espanha na luta pelo bicampeonato olímpico. Vamos pra cima! ????????
— CBF Futebol (@CBF_Futebol) August 3, 2021
???????? x ???????? | 07/08 - 8h30 | #BRAxESP #JogosOlímpicos pic.twitter.com/fP2QRvt4fZ
এদিকে, দিনের প্রথম সেমিফাইনালে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকলে ম্যাচে ট্রাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট আউটে ৪-১ গোলের ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় ব্রাজিল।
ট্রাইব্রেকারে ব্রাজিল নেওয়া প্রথম চারটি শটের সবগুলোই জালে জড়ান ব্রাজিলিয়ান ফুটবলাররা। অপরদিকে মেক্সিকোর নেওয়া প্রথম দুই শট গোলপোস্ট খুঁজে পায়নি। তৃতীয় শট গোলপোস্ট বরাবর থাকলেও তা আটকিয়ে দেন ব্রাজিলিয়া গোলরক্ষক সান্তোস।
মেক্সিকোর হয়ে চতুর্থ শট নেন ইয়োহান ভাসকেস। তার শট আটকাতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক। তবে ততক্ষণে নিজেদের জয় নিশ্চিত করে নিয়েছিল ব্রাজিল।
টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে শনিবার (৭ আগস্ট) ইয়োকোহামায়তে স্বর্ণ জয়ের লক্ষ্যে স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল দল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]