লিলের কাছে ফ্রেঞ্চ সুপারকাপে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে ম্যাচের ফলকে ছাপিয়ে আলোচনায় উঠে ইসরায়েলের মাঠে মুসলিম ফুটবলার আশরাফ হাকিমির হেয় হওয়া। ইসরায়েলের দর্শকরা হাকিমিকে বাঁশি বাজিয়ে, কটাক্ষ করে মনসংযোগ নষ্ট করে দেন।
লিলে এবং পিএসজির ম্যাচটি ফ্রান্সে হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের কোটিপতি সিলভার অ্যাডামসের অর্থায়নে হওয়া ম্যাচটি পরে তেলআবিবে নিয়ে যাওয়া হয়। যেখানে গ্যালারিতে ২৭ হাজার ৫০০ দর্শক উপস্থিত ছিলেন। আর অসংখ্য ইসরাইলি দর্শক ম্যাচটিতে বিতর্ক ছড়িয়েছে।
গত মে মাসে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে হাকিমি টুইট করেছিলেন, ফিলিস্তিনকে স্বাধীনতা দাও! সেই বিষয়টিই ইসরায়েলের সমর্থকদের খেপিয়ে দিয়েছে। মাঠে আরেক মুসলিম ফুটবলার থাকলেও ইসরায়েলের সমর্থকরা শুধু মাত্র হাকিমিকেই দুয়োধ্বনি করে। হাকিমির সঙ্গে ইসরাইলি দর্শকদের এমন আচরণের পেছনে সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ঘটনাও জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাচে আশরাফ হাকিমি যখনই বলে পা ছুঁয়েছেন তখনই তাকে গ্যালারি থেকে দুয়োধ্বনি করা হয়েছে। শুধু তাই নয় নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করেছেন ইসরায়েলি দর্শকরা। ইচ্ছেমতো বাঁশি বাজিয়ে, কটাক্ষ করে হাকিমির মনঃসংযোগ নষ্ট করেছেন।
ম্যাচে আরেক মুসলিম ফুটবলার লিলের বুরাক ইলমাজ থাকলেও তার প্রতি কোন বাজে আচরণ বা হেয় করেনি ইসরায়েলের সমর্থকরা। সম্ভবত, হাকিমির সেই টুইটের প্রতিশোধই নিলো ইসরায়েলের সমর্থকরা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]