ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে আমন্ত্রণ পেল বাংলাদেশের দুই ক্লাব। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩০ তম আসর বসছে এবার। ভারতের সেনাবাহিনী আয়োজন করে থাকে এই ডুরান্ড কাপ। বাংলাদেশের দুই ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আমন্ত্রণ পাঠিয়েছে ডুরান্ড কাপের আয়োজকরা।
এবার বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর সুযোগ থাকায় বাংলাদেশের দুই ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে তারা। এর আগে গত এক দশকে ডুরান্ড কাপে বাংলাদেশের কোন দল আমন্ত্রণ পায়নি।
এদিকে, বিদেশি এই টুর্নামেন্ট এ অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক দুই ক্লাবই। ডুরান্ড ক্লাবে অংশ নিতে গেলে মোহামেডান ও শেখ জামাল উভয় ক্লাবকেই খেলোয়াড়দের সাথে নতুন করে চুক্তি বাড়াতে হবে।
ডুরান্ড কাপে অংশগ্রহণের ব্যাপারে মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, 'ডুরান্ড কাপে আমরা আমন্ত্রণ পেয়েছি। আমাদের ক্লাব সভাপতি, কমিটির চেয়ারম্যান ও পরিচালকদের সাথে কথা বলে খুব দ্রুত তাদের আমন্ত্রণের জবাব দিবো।'
অন্যদিকে, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, 'ভারতের কলকাতাতে আমাদের ক্লাবের বিশেষ একটা জনপ্রিয়তা রয়েছে। আইএফএ শিল্ডের পর আমরা ডুরান্ড কাপেও ভালো কিছু করতে চাই।'
চলতি বছরের ৫ সেপ্টেম্বর-৩ অক্টোবর পর্যন্ত কলকাতার বিশ্ব যুব ভারতী,কল্যানী স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আয়োজকরা ১৬ টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চায়। ১৬ দল চার গ্রুপে খেলবে। চার গ্রুপের দুই সেরা দল কোয়ার্টার খেলবে। কলকাতা লিগ শুরু হচ্ছে তাই ডুরান্ড কাপ সমন্বয় করে হবে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]