কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। ইতালিয়ান লিগ সিরি’আ তে সেরা ডিফেন্ডারের তকমা পাওয়া এ ডিফেন্ডারকে পেতে আগ্রহী ছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। অবশেষে, ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ৪৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমেরোকে দলে ভেড়াতে রাজি হয়েছে ক্লাবটি।
যদিও জুভেন্টাসের হয়ে এখনও আতালান্তার কাছে লোনে আছেন আর্জেন্টাইন এ তারকা। তবে তুরিনের ক্লাবটি থেকে ১৩.৬ মিলিয়ন ইউরো দিয়ে রোমেরোকে স্থায়ীভাবে দলে নেবে আতালান্তা। এরপর স্পার্সদের কাছ থেকে উল্লেখযোগ্য মুনাফার্জন করবে ক্লাবটি।
মূলত টবি আল্ডারভাইরেল্ড এর জায়গায়ই রোমেরোকে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম। আল্ডারভাইরেল্ড স্পার্সদের ছেড়ে পাড়ি জমান কাতারের আল-দুহাইল এফসিতে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]