বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাব সাইফ স্পোর্টিং আবারও কোচ পরিবর্তন করে আলোচনায়। সর্বশেষ নিয়োগ পাওয়া স্টুয়ার্ট হলের সাথে ৬ মাসের চুক্তি করেছিল ক্লাবটি। সেই চুক্তি শেষ হওয়ার পরেও হলের সাথে নতুন চুক্তিতে যেতে আগ্রহী নয় ক্লাবটি। ফলে, মৌসুম শেষ হওয়ার আগে আবারও কোচের পরিবর্তন করলো ক্লাবটি।
চুক্তি অনুযায়ী, হলের সাথে চুক্তি ছিল ৩১ জুলাই পর্যন্ত। কিন্তু হলের পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় তার সাথে নতুন করে চুক্তি বাড়ায়নি ক্লাবটি। ফলে, হলের সাইফ অধ্যায়ও সমাপ্ত হয়ে গেলো স্বল্প সময়ে।
কোচ স্টুয়ার্ট হলের প্রসঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাসিরউদ্দিন চৌধুরী বলেন, 'আমাদের সাথে তার চুক্তি শেষ। নতুন চুক্তিতে আমরা আগ্রহী নই।' স্টুয়ার্ট হলের স্থলাভিষিক্ত হবেন তার সহকারী হিসেবে কাজ করা সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু।
নাসিরউদ্দিন চৌধুরী আরও বলেন, 'তার অধীনে আমাদের পারফরম্যান্স ভালো হয়নি। বিশেষ করে আমরা কিছু ম্যাচে বাজে গোল হজম করেছি।'
মৌসুমের শুরুতে বেলজিয়ান কোচ পল পুটকে নিয়োগ দিয়েছিল সাইফ। তবে পারিবারিক কারণ দেখিয়ে পুট লিগ শুরুর পর চলে যান। এরপরই হলের কাঁধে দায়িত্ব তুলে দেয় ক্লাবটি। ২০১৮ সালেও সাইফের কোচের দায়িত্ব পালন করেছিলেন স্টুয়ার্ট হল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]