লিগ শুরুর ঘোষণা দিয়ে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে লিগ স্থগিতের ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরুর তারিখ ঘোষণা করেছে। সবকিছু ঠিক থাকলে ৩ আগস্ট (মঙ্গলবার) থেকে মাঠে গড়াবে ফুটবল।
এর আগে ৩০ জুলাই (শুক্রবার) লিগ শুরুর কথা থাকলেও ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আকস্মিকভাবেই লিগ স্থগিত করার ঘোষণা দেয় বাফুফে। বাফুফে এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে খেলা বিদেশি ফুটবলাররাও।
লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী অবশ্য এবার লিগ শুরু করার ব্যাপারে বেশ আশাবাদী। তিনি জানান, যে সব জায়গা থেকে অনুমতির প্রয়োজন হয় সবকিছু আনা আছে, এবার ৩ তারিখ থেকে লিগ মাঠে গড়াবেই।
৫ই আগস্ট থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি আর্মি স্টেডিয়ামেও লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। দ্রুত লিগ শেষ করার জন্যই বাফুফের এমন পরিকল্পনা। সালাম মুর্শেদি আশাবাদী এই মাসের মধ্যেই লিগ শেষ করার ব্যাপারে, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
বসুন্ধরা কিংসেরই আরও বাকি রয়েছে ছয়টি ম্যাচ। ১৩ আগস্ট বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে মালদ্বীপ যাবে। তার আগে বসুন্ধরার সকল ম্যাচ শেষ করার কোন সুযোগই নেই। এএফসি কাপ খেলা শেষ হবে ২৪ আগস্ট। মালদ্বীপ থেকে ফিরে কোয়ারেন্টাইন কাটিয়ে বাকি তিন ম্যাচ শেষ করতে আরও দশ দিন সময় প্রয়োজন। সব মিলিয়ে সেপ্টেম্বরে লিগ যাচ্ছেই তা প্রায় নিশ্চিত ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]