অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ এএম, ০১ আগস্ট ২০২১
অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে মিশরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। শনিবার (৩১ জুলাই) ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে শিমরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধের ৩৭তম মিনিটের জয সূচক একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা। তবে ম্যাচে শিমরও দাপট দেখিয়েছে। ফলে আর কোন গোল করতে পারেনি ব্রাজিল।

অলিম্পিকের সাইতামা স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে অবশ্য দুটি ভালো সুযোগ তৈরি করেছিল মিশর। তবে ৩৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে তারা।

প্রথমার্ধে যোগ করা সময়ে আরও একটি গোল পেতে পারতো ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে নেওয়া ডগলাস লুইসের ফ্রি-কিকটি একটুর জন্য ব্যর্থ হয়।
sportsmail24
এগিয়ে থেকে বিরতির পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়েছিল ব্রাজিল। ৫৯তম মিনিটে লুইসের আরও একটি শট পোস্টের খুব কাছে দিয়ে চলে গেলে আবারও গোল বঞ্চিত হন।

এরপর আরও কয়েকবার সুযোগ তৈরি করলে কোন গোল করতে না পারায় ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়নরা।

অন্যদিকে অপর কোয়াটার ফাইনালে নিউজিল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে মেসিফাইনালে উঠেছে জাপান। সেমিফাইনালে এখন স্বাগতিকদের প্রতিদ্বন্দ্বি স্পেন।

আর অন্য কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া মধ্যকার ম্যাচের বিজয়ী দল ফাইনালে যেতে ব্রাজিলের বিপক্ষে খেলবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

অলিম্পিকে সোনা জেতা হলো না জকোভিচের

অলিম্পিকে সোনা জেতা হলো না জকোভিচের

ট্রাইবেকারে হেরে অলিম্পিক থেকে বিদায় ব্রাজিল নারী দলের

ট্রাইবেকারে হেরে অলিম্পিক থেকে বিদায় ব্রাজিল নারী দলের

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন