টোকিও অলিম্পিকে মেয়েদের ফুটবলে যাত্রাটা লম্বা করতে পারলো না ব্রাজিলের মেয়ে ফুটবলাররা। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাদের। শুক্রবার (৩০ জুলাই) কানাডার কাছে ট্রাইব্রেকারে পরাজয় বরণ করে মার্তারা। কানাডার কাছে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো তারা।
কোয়ার্টার ফাইনালে কানাডার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোন দলই। নির্ধারিত সময়ে মীমাংসা না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য সহায় হয়নি ব্রাজিলের।
Could not be more proud of this group.
— Janine Beckie (@janinebeckie) July 30, 2021
Semi. Final. Bound.@stephlabbe1 you’re not human, unreal.
Not done yet ???????? pic.twitter.com/muJ9kICm7U
কানাডার গোলরক্ষক স্টেফানি লাব্বে ব্রাজিলের আন্দ্রেসসা ও রাফায়েল্লার শট ঠেকিয়ে দিয়ে কানাডার জয় নিশ্চিত করার পাশাপাশি দলকে নিয়ে যায় সেমিফাইনালে।
অলিম্পিক ফুটবলে ব্রাজিলের মেয়েদের দলের সেরা সাফল্য ২০০৪ ও ২০০৮ সালে রুপা জেতা। অপর কোয়ার্টার ফাইনালে যুক্তরাজ্যকে ৪-৩ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া, অপর ম্যাচে ২-২ সমতার পর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যুক্তরাষ্ট্র।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]