ঈদ পরবর্তী শুক্রবার (৩০ জুলাই) মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচ। সেই অনুযায়ী সূচিও ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে শুক্রবার ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে লিগ স্থগিত ঘোষণা করেছে বাফুফে।
কমলাপুরে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে শুক্রবার দুপুর ৩টায় বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে লিগ স্থগিতের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে অনুষ্ঠিতব্য চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হলো। তবে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে লিগের অবশিষ্ট খেলাসমূহ আয়োজনের বিষয়ে যথাশীঘ্রই জানানো হবে।
সর্বশেষ গত ১৯ জুলাই প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ঈদের ছুটি ও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রিমিয়ার লিগের খেলা বন্ধ ছিল।
লিগের ১৮তম রাউন্ডের খেলা এখনও শেষ হয়নি। লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।এছাড়া এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]