করোনাভাইরাসের মহামারিতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে ফুটবল খেলুড়ে দেশগুলোর ফেডারেশন। করোনাকালীন সেই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠার জন্য ফিফা সকল সদস্যদেশের মাঝে আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়। ফিফার সেই আর্থিক অনুদান হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বিশেষ অনুদান হিসেবে প্রথমধাপে বাফুফেকে ৪ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে ফিফা। ঈদের পরপরই অর্থ হাতে পেয়েছে ফেডারেশন। এখন সেই অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি।
ফিফা থেকে পাওয়া আর্থিক অনুদান থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেক ক্লাব পাবে ৫ লাখ টাকা করে। চ্যাম্পিয়নশিপ লিগের প্রতি ক্লাব পাবে ৩ লাখ, থার্ড ডিভিশনের দল, ও প্রতি জেলা ফুটবল অ্যাসিসোয়েশন পাবে ১ লাখ টাকা করে।
জাতীয় দলের জন্যও থাকছে বরাদ্দ আর নারী দলের জন্য বরাদ্দ থাকছে ১ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। ফিফার গাইডলাইন মেনে এই অর্থ দ্রুতই প্রদান করা হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়।
দ্বিতীয় ধাপে একই পরিমাণ অর্থ পাওয়ার সুযোগ রয়েছে বাফুফের সামনে। আর এ জন্য সকল নীতিমালা মেনে আবারও ফিফার কাছে আবেদন করবে বাফুফে, জানান সোহাগ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]